• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অনুশীলন মানিয়ে নিতে সময় লাগবে: মিঠুন

আরটিভি নিউজ

  ১৯ জুলাই ২০২০, ১৩:১৮
It will take time to adjust to outdoor practice: Mithun
অনুশীলনে মোহাম্মদ মিঠুন

দীর্ঘ চার মাসের ছুটি শেষ হলো। করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল ক্রিকেট। এই ছুটির প্রথম কিছুদিন আনন্দে কাটলেও ধীরে ধীরে সেটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ক্রিকেটারদের কাছে।

তাই নিজেদের তাগিদেই একক অনুশীলনে মাঠে নেমে পড়ে কয়েকজন ক্রিকেটার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত সুযোগ করে দিয়েছে দেশের চারটি ভেন্যুতে একক অনুশীলনের।

আজ রোববার ছিল প্রথম দিনের অনুশীলন। দীর্ঘ চার মাস পর যেন প্রাণ ফিরে পায় মিরপুরের শের ই বাংলা স্টেডিয়াম। মুশফিকুর রহিমদের অনুশীলনে ফেরার সঙ্গে ভিড় বাড়ে গণমাধ্যমকর্মীদেরও। এ যেন মিলন মেলা দীর্ঘদিন ঘরবন্দি থাকা ক্রিকেট সংশ্লিষ্টদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড একক অনুশীলনের অনুমতি দেয় ক্রিকেটারদের। তাতে সাড়া দেয় ঢাকায় মুশফিক, শফিউল, ইমরুল ও মিঠুন।

আজ সকাল সকাল অনুশীলনে নেমে পড়েন মশফিক। সকাল ৯টা ২৫ মিনিটেই তার রানিং, জিম সেশন শেষ করে ফেলে ছোটেন ইনডোরের দিকে। সেখানে ঘণ্টা খানিক ব্যাটিং করেন।

অনুশীলনে এসেছেন মিঠুন, শফিউলও। মিঠুন এক ঘণ্টা ব্যাটিংয় শেষে একাডেমি মাঠে করেছেন রানিং। এতদিন ঘরে ফিটনেস ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকার পর আউটডোরে অনুশীলন মানিয়ে নিতে কষ্ট হবে বলে জানান মোহাম্মদ মিঠুন।

'আমরা দীর্ঘ ৪ মাস পর আজ মাঠে ফিরেছি। ব্যাটিং-রানিং সব কিছুই একটু কঠিন মনে হচ্ছে। এতোদিন সব ইন্ডোরে করেছি, এখন বাইরে। একটু সময় লাগবে। আশা করছি যতদিন যাবে সব কিছুই আগের মতো ফিরে পাব।'

অন্যদিকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করতে এসেছিলেন কাজী নুরুল হাসান সোহান। চট্টগ্রামে ভারী বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেননি নাঈম হাসান।

আরও পড়ুন:

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
‘বিপিএল না হলে আমাদের সংসার চালানো কষ্ট হয়ে যাবে’
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের সংবর্ধনা
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম
X
Fresh