spark
logo
  • ঢাকা শনিবার, ১১ জুলাই ২০২০, ২৭ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩০ জন, আক্রান্ত ২৬৮৬ জন, সুস্থ হয়েছেন ১৬২৮ জন: স্বাস্থ্য অধিদপ্তর

রোনালদো-দিবালা জাদু চলছেই

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ
|  ০১ জুলাই ২০২০, ০৩:৪১ | আপডেট : ০১ জুলাই ২০২০, ০৬:০৭
ronaldo dybala
ছবি-সংগৃহীত
জুভেন্টাসের জয় রথ চলছেই। করোনা পরবর্তী ফুটবলে নেমে ইতালিয়ান কাপে সুবিধা না করতে পারলেও সিরি আ’তে জয়ের ধারায় রয়েছে সাদা-কালো শিবির। জেনোয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

মঙ্গলবার রাতে একটি করে গোল করেছেন পাউলো দিবালা, ক্রিশ্চিয়ানো রোনালদো ও ডগলাস কস্তা।

এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলো রোনালদো-দিবালা জুটি।

জেনোয়ার মাঠ লুইগি ফেরাইসে প্রথমার্ধে কোনও দলই গোল তুলতে সক্ষম হয়নি।

বিরতির পর মাঠে নেমে ৫০তম মিনিটে গোল তুলে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালা। কলোম্বিয়ান উইঙ্গার খুয়ান কুয়ার্দাদোর পা থেকে বল পেয়ে টানা ইতালিয়ান লিগে টানা চতুর্থ গোলটি তুললেন দিবালা।

৬ মিনিট পর মিরালেম পিয়ানিচের বাড়ানো বল থেকে চলতি মৌসুমে তার ২৩তম গোল আদায় করেন রোনালদো। এতে ২-০ তে এগিয়ে যায় দল।

ফেদেরিকো বেরনারদেস্চির জায়গায় ৬৬তম মিনিটে মাঠে নামেন ডগলাস কস্তা। ৭৩ মিনিটের মাথায় দিবালার অ্যাসিস্টে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল তুলে নেন।

জেনোয়ার হয়ে ৭৬ মিনিটে আন্দ্রেয়া পিনামন্তি একটি গোল করলেও শেষ পর্যন্ত ম্যাচটি থেকে তিন পয়েন্ট তুলেই মাঠ ছাড়ে তুরিনের দলটি।

এই জয়ে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও পোক্ত করল জুভেন্টাস। সমান সংখ্যা ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাজিওর পয়েন্ট ৬৮।

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৮১১২৯ ৮৮০৩৪ ২৩০৫
বিশ্ব ১২৬৪৫৬৫৫ ৭৩৮১৪০৮ ৫৬৩২৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়