itel
logo
  • ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৫৫ জন, আক্রান্ত ২৭৩৮ জন, সুস্থ হয়েছেন ১৪০৯ জন: স্বাস্থ্য অধিদপ্তর

রোনালদো-দিবালা একাদশে থাকলে যে সমস্যা হয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ জুন ২০২০, ১৩:৪৫ | আপডেট : ১৩ জুন ২০২০, ১১:৩৪
ronaldo dybala, Juventus vs AC Milan
রোনালদো-দিবালা
২০১৫/১৬ মৌসুমে জুভেন্টাসে খেলতে এসে ধীরে ধীরে দলটির প্রধান হাতিয়ার হয়ে ওঠেন পাউলো দিবালা। দারুণ ফুটবল উপহার দিয়ে দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২০১৮/১৯ মৌসুমে ইতালিয়ান দলটিতে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুটি বেঁধে রোনালদো-দিবালা দলকে এগিয়ে নিচ্ছিলেন। চলতি মৌসুমে দলের কোচ হিসেবে দায়িত্ব পান মাউরিসিও সাররি। এরপরই পাল্টে যায় চিত্র।

চেলসি ও নেপোলির সাবেক কোচ সাররির ছকে মূল একাদশে খুব কমই দেখা গেছে দিবালাকে। যখন খেলতে নেমেছেন বারবার জায়গা পরিবর্তন করতে হয়েছে ২৬ বছর বয়সী এই তারকাকে।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৩৪ ম্যাচ খেলে ১৩ গোল করেছেন। গোল করিয়েছেন ১২টি। যা দলের হয়ে ২৫ গোল ক্রিশ্চিয়ানো রোনালাদোর পর দ্বিতীয় সর্বোচ্চ। তবু মাউরিসিও সাররি মনে করেন রোনালদো-দিবালা একাদশে থাকলে সমস্যায় পড়তে হয় দলকে।

জুভেন্টাস কোচ স্কাই স্পোর্টস ইতালিকে বলেন, ‘দিবালা দুর্দান্ত প্রতিভাবান। রোনালদো ও তার খেলা একই ধরণের। তাই এক সঙ্গে দুইজনকে খেলানো এতটা সহজ নয়।’

দিবালার তুলনায় আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়াইনকে বেশি প্রাধান্য দিতে দেখা গেছে ৬২ বছর বয়সী সাররিকে। গত তিন মৌসুম ধরে সাররি যেখানে হিগুয়াইনকে সেখানেই দেখা যাচ্ছে। নাপোলি, চেলসির পর জুভেন্টাসে তারা এক সঙ্গেই যোগ দেন। 

এদিকে দিবালান মতো সমান ৩৪টি ম্যাচ খেলে মাত্র ৮ গোল করেতে পেরেছেন হিগুয়াইন। যদিও কোচের দাবি রোনালদো-দিবালা ভারসাম্য রক্ষা করার চেষ্টায় রয়েছেন তিনি।

‘যখন সমমানের দুইজন একাদশে থাকে, পুরো দলের ওপর সেই প্রভাবটা পড়ে। আক্রমণ ও রক্ষণভাগে একই রকম অবস্থা হয়।’ যোগ করেন তিনি।

যুক্তি তুলে ধরার পাশাপাশি অভিজ্ঞ এই কোচ জানিয়েছেন একই দলে সমমানের দুইজনকে নির্দেশনা দেওয়াটাও চ্যালেঞ্জের, যা তিনি উপভোগ করেন। 

‘প্রতিপক্ষের গোল পোস্ট এলাকা তুলনামূলক ফাঁকা থাকার ঝুঁকি থাকে। যদিও এমন সমস্যা থাকাটাও মজার।’ 

ইতালিয়ান গণমাধ্যমগুলো জানাচ্ছে, সারির পছন্দের পাত্র হিগুয়াইন আনফিট। তাই শুক্রবার রাতে কোপা ইতালিয়ার সেমিফাইনালের দ্বিতীয় লেগে একাদশে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী রোনালদোর সঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আলবিসেলেস্তে তারকা দিবালাকে। যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে এসি মিলান।

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬২৪১৭ ৭২৬২৫ ২০৫২
বিশ্ব ১১৩৮২৯৫৪ ৬৪৪০২০৭ ৫৩৩৪৭৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়