logo
  • ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৭ জন, আক্রান্ত ২৯১১ জন, সুস্থ হয়েছেন ৫২৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

কোয়ারেন্টিন শেষ, মাঠে ফিরতে প্রস্তুত রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ মে ২০২০, ১৫:৫৬ | আপডেট : ২০ মে ২০২০, ১১:২৫
ronaldo quarantine turin juventus traning
পরিবারসহ জুভেন্টাসের জার্সিতে রোনালদো
ইতালিয়ান সরকারের ঘোষণা অনুযায়ী অনুশীলনে ফিরেছে জুভেন্টাস। দুই মাস আগে অসুস্থ মাকে দেখতে পর্তুগালে গেলে করোনার প্রকোপে স্থবির হয়ে পড়ে বিশ্ব। পরিবারসহ জন্মস্থান মাদেইরায় আটকা পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। সিরি আ’ শুরুর প্রাথমিক ঘোষণা এলে প্রাইভেট জেটে তুরিনে চলে আসেন। তবে সরকারের নিয়ম, দেশের বাইরে থেকে ফিরলে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

৪ মে থেকে স্বাস্থ্য পরীক্ষা শুরু করে জুভিরা। একই দিন ইতালি থেকে রোনালদো ফিরলেও সোজা চলে যান কোয়ারেন্টিনে। সোমবার শেষ হবে ১৪ দিনের এই স্বেচ্ছা গৃহবন্দীর নিয়ম। তাই মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করতে পারবেন সিআর সেভেন।

এরই মধ্যে জুভেন্টাস জানিয়েছে, সেরে উঠেছেন করোনায় আক্রান্ত তিন ফুটবলার পাউলো দিবালা, ব্লাইস মাতুইদি ড্যানিয়েল রুগানি। দিবালা ও রুগানি অনুশীলন শুরু করে দিয়েছেন। মঙ্গলবার রোনালদোর সঙ্গে ফিরতে পারেন মাতুইদি। 

ইতালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে জানিয়েছেন আগামী ১৩ জুন ইতালিয়ান লিগ শুরু হওয়ার প্রাথমিক দিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই দিনটি ধরেই আগে বাড়ছে। 

চলতি মৌসুমে ২৬টি করে ম্যাচ খেলার পর আর মাঠে নামতে পারেনি সিরি আ’র দলগুলো। ৬৩ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস সবার উপরে অবস্থান করছে। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাজিও।

ওয়াই

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫২৪৪৫ ১১১২০ ৭০৯
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়