• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া একাদশে তামিম-মুশফিক ‘চূড়ান্ত’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫১
tamim iqbal mushfiqur rahim
তামিম ইকবাল ও মুশফিকুর রহিম || ছবি- সংগৃহীত

আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। এই উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুটি প্রীতি ম্যাচে অংশ নেবে এশিয়া ও বিশ্ব একাদশ।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এর আয়োজন করতে যাচ্ছে বেশ ঘটা করেই। যদিও কোনও উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না তবে বেশ কিছু সাবেক খেলোয়াড়কে আমন্ত্রণ জানানোর কাজ শুরু করে দিয়েছে বিসিবি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ে কিছু হবে না। তবে কয়েকজন ক্রিকেট গ্রেটকে আমন্ত্রণ জানাবো আমরা। খেলা দুইটা দুইদিন হবে, যারা খেলতে পারবেন তাদের আমন্ত্রণ জানাবো।’

হাতে মাস খানিক সময় রয়েছে। এরইমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথাও বলেছে বিসিবি। এশিয়া একাদশের হয়ে বাংলাদেশ থেকে রাখার পরিকল্পনা আছে প্রায় পাঁচ জনকে।

‘বাংলাদেশ থেকে বেশ কয়জন খেলতে পারে আমার ধারণা। দুইটা ম্যাচ আছে তো, এক ম্যাচে যদি আমরা বেশি খেলাতে নাও পারি দুই ম্যাচে ঘুরিয়ে ফিরিয়ে খেলাবো। ’

বাংলাদেশ থেকে যাদের খেলানোর কথা রয়েছে তাদের নামও জানান বোর্ড প্রধান।

‘এখন পর্যন্ত আমাদের ধারণা তামিম ইকবাল, মুশফিকুর রহিম তো চূড়ান্ত। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এছাড়া আরও দুই জন আছেন এরা হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। আরেকজন নিয়ে কথা হচ্ছে যে সেটা লিটন কুমার দাস।’

এছাড়া রয়েছেন শ্রীলঙ্কা, ভারত, নেপাল ও আফগানিস্তানের বেশ কিছু ক্রিকেটার। এমনটাই জানান পাপন।

‘আমরা চিন্তা করছি আফগানিস্তান থেকে রশিদ খান মুজিব উর রহমান এই দুজনের সঙ্গে মোটামুটি কথা হয়েছে কিন্তু চুক্তি করিনি তবে করব। কাল রাতে তাদের সঙ্গে কথা হলো। নেপাল থেকে সন্দ্বীপ লামিচানে, শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা এবং থিসারা পেরেরার সঙ্গে কথা ফাইনাল হয়েছে।’

বিসিবি প্রধান জানিয়েছেন, ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে একটি ম্যাচে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

‘ভারতের থেকা চারটা নাম পেয়েছি। এখনও চুক্তি হয়নি। এখন পর্যন্ত জানি, কুলদ্বীপ যাদব, ঋষভ পন্থ, শিখর ধাওয়ান ও মোহাম্মদ শামি। একটা ম্যাচ কে এল রাহুল ও একটা ম্যাচ বিরাট কোহলি খেলবে এমনটাই কথা হয়েছে। তবে এখনও ফাইনাল না।’

তবে পাকিস্তানে কোনও ক্রিকেটার নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত দেয়া সম্ভব হয়নি।

‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলছে। ২২ মার্চ তাদের ফাইনাল। তাই বিষয়টি অনিশ্চিত।’

এদিকে বিশ্ব একাদশ নিয়ে নাজমুল হাসান পাপন জানিয়েছেন। ক্রিস গেইল ও ফাফ ডু প্লেসির মতো তারকারা এতে অংশ নিচ্ছেন।

‘দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট-ইন্ডিজ থেকে তিন চারজন আসছে। অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের খেলা চলছে। তবু দলের বাইরে থেকে আসবে। ইংল্যান্ড থেকে জনি জনি বেয়ারস্টো থাকবেন। লুঙ্গি এনগিডি (দক্ষিণ আফ্রিকার পেসার) আসছেন। ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজের ওপেনার) থাকার কথা। ফাফ ডু প্লেসিও (দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান) থাকবেন।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh