• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কেমন হবে এশিয়া একাদশ, জানালেন পাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৪
asia vs world xi
ছবি- সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে অল স্টার এশিয়া এবং বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৭ থেকে ২১ মার্চ প্রীতি ম্যাচ দুটি মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বসবে।

প্রদর্শনী ম্যাচ দুটিতে কারা অংশ নিচ্ছেন, এমন প্রশ্ন ছিল সবার মুখে। জবাব দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ দল। মিরপুরে উপস্থিত ছিলেন পাপন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি প্রধান জানিয়েছেন, গেল রাতেই দুই দলের খেলোয়াড় সংক্রান্ত আলোচনা হয়েছে।

‘এশিয়া থেকে যেটা করেছি। ভারতের থেকা চারটা নাম পেয়েছি। এখনও চুক্তি হয়নি। এখন পর্যন্ত জানি, কুলদ্বীপ যাদব, ঋষভ পন্থ, শিখর ধাওয়ান ও মোহাম্মদ শামি। একটা ম্যাচ কে এল রাহুল ও একটা ম্যাচ বিরাট কোহলি খেলবে এমনটাই কথা হয়েছে। তবে এখনও ফাইনাল না।

ভারত ছাড়াও শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপালের ক্রিকেটাররা এতে অংশ নিচ্ছেন।

‘আফগানিস্তান থেকে রশিদ খান ও মুজিব উর রহমান। দুজনের সঙ্গে মোটামুটি কথা হয়েছে কিন্তু চুক্তি করিনি তবে করব। কাল রাতে ওদের সঙ্গে কথা হলো।
আমাদের নেপাল থেকে সন্দ্বীপ লামিচানে, শ্রীলঙ্কা থেকে লাসিথ মালিঙ্গা এবং থিসারা পেরেরার সঙ্গে কথা ফাইনাল হয়েছে।’

দুই ম্যাচে ভিন্ন একাদশ থাকতে পারে এমটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি।

‘দুটি ম্যাচ। এক ম্যাচে সবাইকে খেলাতে পারলেও আরকে ম্যাচে অন্যদের খেলাতে পারবো।’

বাংলাদেশ দল থেকে কারা অংশ নিচ্ছেন এই ম্যাচ দুটিতে?

জবাবে নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিম ইকবাল ও মুশফিকুর রহিম চূড়ান্ত। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান রয়েছেন। আরেকজন নিয়ে কথা হচ্ছে যে সেটা আমাদের লিটন কুমার দাস।’

দলের প্রসঙ্গ নিয়ে বিসিবি প্রধান আরও বলেন, ‘শিখর ধাওয়ান বা কে কে ওপেন করবে না করবে সেটা টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। তবে সব মিলিয়ে আমাদের চার, পাঁচজন খেলবে। পুরা টিমের সবার সঙ্গে চুক্তি সই হয়ে গেলে কোচ, ক্যাপ্টেন সবাই মিলে ঠিক করবে এসব।’

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh