• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইপিলের জন্য বাংলাদেশ ছাড়ছেন মারিও

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জানুয়ারি ২০২০, ১৫:৪৫
mario villavarayan
মারিও ভিল্লাভারায়ন || ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়াল লিগে (আইপিএল) দল পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মারিও ভিল্লাভারায়ন। যদিও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টাইগাররা সার্ভিস পাবে শ্রীলঙ্কান এই ট্রেনারের।

বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মারিও আইপিএলের কোনও একটি ফ্র্যাঞ্চাইজির ট্রেনার হিসেবে যোগ দিতে যাচ্ছেন। তার ক্যারিয়ারের কথা চিন্তা করে আমরা তাকে আটকাইনি। উনি আমাদের জাতীয় দলের পাশাপাশি ওই দলের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ কোচ নিয়োগের যে শর্ত তা এটাকে সমর্থন দেয় না। শর্ত অনুযায়ী জাতীয় দলের দায়িত্বে থাকা কোচ কোনও দেশের ঘরোয়া ক্রিকেটে কাজ করতে পারবেন না। তার চলে যাওয়ার সিদ্ধান্তটি আমাদের দুই পক্ষের পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমেই হয়েছে। উনি আমাদের বরাবর একটি চিঠি দিয়েছেন। অনতিবিলম্বেই তা কার্যকর হবে।’

২০১৪ সাল থেকে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছিলেন মারিও। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, আইপিলের দল সানরাইজার্স হায়দরাবাদে তিন বছরের জন্য যোগ দিচ্ছেন তিনি।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজের নতুন নাম দিলো চেন্নাই
হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ছয় ম্যাচ পর জয়ে ফিরলো বেঙ্গালুরু
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
হায়দ্রাবাদকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বেঙ্গালুরু
X
Fresh