• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

গেইলের ঝড় থামলেও চট্টগ্রামকে জিতিয়েছেন ইমরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জানুয়ারি ২০২০, ২২:২৭
গেইলের ঝড় থামলেও চট্টগ্রামকে জিতিয়েছেন ইমরুল

আফিফ হোসেনের এক ওভারে তিনটি ছয় আর এক চারে ২২ রান তুলে ক্রিস গেইল জানান দেন, তিনি এসেছেন বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে (বিবিপিএল) খেলতে। কিন্তু গেইলের ঝড় ছিল ক্ষণিকের। দশ বলে মাত্র ২৩ রান করে ফিরে যান সাজঘরে।

গেইল ফিরলেও রাজশাহী রয়ালসের দেয়া ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে খুব একটা বেগ পেতে হয়নি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের।

লেন্ডল সিমন্সের ৫১ (৪৩) রান আর ইমরুল কায়েসের অপরাজিত ৪১ বলে ৬৭ রানে ভর করে ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় চ্যালেঞ্জার্সরা। বলা যায় গেইল ঝড়ের পুনরাবৃত্তি করলেন ইমরুল কায়েস।

রয়ালসকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে উঠে গেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এর আগে সন্ধ্যায় টস জিতে টস জিতে রাজশাহী রয়ালসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ব্যাট করতে নেমে লিটন দাসের ৪৫ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে শোয়েব মালিকের ২৮, আন্দ্রে রাসেলের ২০, ইরফান শুকুরের ১৮ আর শেষদিকে ফরহাদ রেজার ৮ বলে ২১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে রাজশাহী রয়ালস।

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডু অর ডাই ম্যাচে ব্যাটিংয়ে চট্টগ্রাম
দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস
বরিশালের বিপক্ষে লড়াকু পুঁজি পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
দুই জয়ে শীর্ষে চট্টগ্রাম
X
Fresh