• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ডু অর ডাই ম্যাচে ব্যাটিংয়ে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০১
বাংলাদেশ
ছবি-সংগৃহীত

জিতলেই প্লে-অফ, আর হারলেই ছিটকে যাওয়া; তাই ম্যাচটি একপ্রকার বাঁচা-মরার। ডু অর ডাই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে খুলনা টাইগার্স।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম দলপতি শুভাগত হোম।

চলতি আসরে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬টিতে জিতেছে চট্টগ্রাম। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে বন্দরনগরীর দলটি। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের।

অন্যদিকে ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে খুলনা। প্লে-অফের টিকিট নিশ্চিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই খুলনার। আজ জিতলেই চট্টগ্রামকে পেছনে ফেলবে বিজয়রা।

কঠিন সমীকরণের এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে চট্টগ্রাম। আর একাদশে দুই পরিবর্তন এনেছে খুলনা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জশ ব্রাউন, তানজিদ তামিম, টম ব্রুস (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), সালাউদ্দিন শাকিল, জিয়াউর রহমান, সৈকত আলি, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, রোমারিও শেফার্ড ও বিলাল খান।

খুলনা টাইগার্স একাদশ : এনামুল হক বিজয় (উইকেটকিপার ও অধিনায়ক), শাই হোপ, এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ওয়েইন পারনেল, আরিফ আহমেদ, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, ওশানে থমাস।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ সময়ের রোমাঞ্চে ফর্টিসকে রুখে দিলো আবাহনী
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
বিপিএলের দল বাড়ানো নিয়ে মুখ খুললেন পাপন
ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
X
Fresh