• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

দিল্লির বায়ুদূষণ ভয়ংকর হয়ে উঠেছে: অশ্বিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ নভেম্বর ২০১৯, ১৪:১৩
India vs Bangladesh
ছবি-সংগৃহীত

রাত পোহালেই বাংলাদেশ-ভারত ম্যাচ। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামছে দুই দল। যদিও দিল্লির দূষণের মাত্রা কমেনি এখনও। ম্যাচের আগে শুক্রবার ও শনিবার ঐচ্ছিক অনুশীলন ছিল টিম ইন্ডিয়া। দিল্লির যা পরিস্থিতি, তাতে এমন বায়ুদূষণের মধ্যে ক্রিকেটারদের অনুশীলনে বিশেষ জোর দেয়া হচ্ছে না। তবে এমন আবহাওয়ার শুক্রবার মাঠে যোগ দেন রোহিত শর্মরা দল।

অন্যদিকে মাঠে পলিউশন মাস্ক পরে অনুশীলন করতে দেখা গিয়েছে বাংলাদেশের খেলোয়াড় ও কোচিং স্টাফদের। তা সত্ত্বেও দিল্লিতে খেলার জন্য সবুজ সংকেত দেখিয়েছে দুই দেশের বোর্ডই।

এরই মধ্যে ‘ইমার্জেন্সি’র কাঁটা ছুঁয়েছে দূষণ। এমন অবস্থাতেও দিল্লির ফিরোজ শাহ কোটলা যা বর্তমানে অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ হতে চলায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত দলের তারকা এই স্পিনার টুইটারে লিখেছেন, ‘দিল্লির বায়ুদূষণের মাত্রা সত্যিই ভয়ংকর হয়ে উঠেছে। পৃথিবীতে বাঁচতে পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন সবারই। এটা নিঃসন্দেহে জরুরি অবস্থা।’

---------------------------------------------------------------------
আরও পড়ুন : বিসিবির কাছে কৃতজ্ঞ সাকিব
---------------------------------------------------------------------

টি-টোয়েন্টিতে স্কোয়াডে না থাকলেও দুই ম্যাচ টেস্ট সিরিজে ভারতীয় দলের স্পিন আক্রমণকে নেতৃত্ব দিবেন অশ্বিন।

এখনও পর্যন্ত আটবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। ছোট ফরম্যাটের মাঠের লড়াইয়ে কোনওবারই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার আবার শাস্তির কবলে পড়ে বাদ গিয়েছেন দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে বিশ্রামে রয়েছে স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলিও। এবার দেখার কোহলিহীন ভারতের বিপক্ষে বাংলাদেশ জয়ের ইতিহাস রচনা করতে পারে কি না।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh