• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

স্পোর্টস রিপোর্ট, আরটিভি অনলাইন

  ২৮ অক্টোবর ২০১৯, ২০:৩২
সাকিবের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার
সাকিব আল হাসান

ক্রিকেটারদের (১১+২) ১৩ দফা দাবির সমঝোতা হয়েছে। ভারত সফরের জন্য অনুশীলনও শেষের পথে। আজ সোমবার দুটি অনুশীলন ম্যাচের শেষটি খেলছে লাল ও সবুজ দল। কিন্তু ঘুরে ফিরে একটাই প্রশ্ন, সাকিব কি যাচ্ছেন ভারত সফরে?

আগামী ৩০ অক্টোবর ভারতের উদ্দেশে রওয়ানা করবে বাংলাদেশ দল। এই সফরে রয়েছে ৩টি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ। ৩ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সফর।

কিন্তু সফরের আগে আলোচনার কেন্দ্র বিন্দুতে টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। দুই দিনের অনুশীলনে একদিন অনুশীলন করলেও দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও পাওয়া যায়নি তাকে।

সোমবার দুপুরের বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের সঙ্গে কথা বলে জানা যায়, সাকিব কোচের কাছ থেকে ছুটি নিয়েছেন তাই প্রস্তুতি ম্যাচে নেই।

---------------------------------------------------------------
আরো পড়ুন: সাকিবের ভারত সফর নিয়ে পাপনের শঙ্কা!
---------------------------------------------------------------

তবে সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আকরাম খান। সাকিবকে নিয়ে ধোঁয়াশা রয়েছে এই সিরিজে খেলার ব্যাপারে।

শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই কি ভারত সফর করবে বাংলাদেশ? এমন প্রশ্নে আকরাম খান বলেন, এই ব্যাপারে আগামীকাল (মঙ্গলবার) সিদ্ধান্ত হবে। যতটুক শুনেছি ও কোচের কাছ থেকে ছুটি নিয়ে প্রস্তুতি ম্যাচে খেলছে না।

সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে কি-না এমন প্রশ্নে আকরাম খান বলেন, এ ব্যাপারে ওর (সাকিব) সঙ্গে কোনও কথা হয়নি আমার।

এমআর/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh