logo
  • ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

জিম্বাবুয়ের বিপক্ষে অনিশ্চিত মোসাদ্দেক!

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৮ | আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৭
জিম্বাবুয়ের বিপক্ষে অনিশ্চিত মোসাদ্দেক
ছবি- সংগৃহীত
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বেশ চনমনেই দেখা গেল মোসাদ্দেক হোসেনকে। আফগানদের কাছে হারের কষ্ট ভুলতেই হয়তো এমনটা। সংবাদ সম্মেলন শেষে যোগ দেন অনুশীলনে।

কিন্তু খানিক বাদে দেখা গেল ফিজিও জুলিও কালেফাতোর সহায়তায় মাঠ ছাড়ছেন এই অল-রাউন্ডার। এরপর খোঁজ নিয়ে জানা গেল পায়ের পেশিতে টান লেগেছে তার।

আগামীকাল খেলতে পারবেন কি না সেটাই এখন অনিশ্চয়তায়। আফগানদের বিপক্ষে হারের কষ্টের সঙ্গে যোগ হলো মোসাদ্দেকের চোট।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে এমন দুঃসংবাদ!

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আফিফ হোসেনের সঙ্গে ৮২ রানের জুটি বেঁধে জিতিয়েছেন দলকে। ওই ম্যাচে তার ব্যাটে আসে ৩০ রান।

যদিও এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তার না খেলার ব্যাপারে। কেন না, খেলা শুরু কাল সন্ধ্যায়।

এমআর/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়