• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কোনও উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১৩:১১
Bangladesh
ছবি- সংগৃহীত

আফগানিস্তানের দেয়া ৩৯৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।

রোববার ম্যাচের চতুর্থ দিনে আফগানিস্তান ২৩ রান যোগ করে অল আউট হয়েছে। ৯০.১ ওভারে ২৬০ রান করতে সক্ষম হয় আফগানরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে সাদমান ইসলামের সঙ্গে সৌম্য সরকার ওপেন করলেও দ্বিতীয় ইনিংসে মাঠে নেমেছেন লিটন দাস।

ব্যাট করতে নেমে ২৭ বলে ৩ বাউন্ডারির সাহায্যে ২১ রান করেছেন সাদমান। অন্যদিকে সমান সংখ্যক বল খেলে ৯ রান করেছেন লিটন। ৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩০ রান।

এর আগে বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শুরু হয় বেলা ১১টা ৫০ মিনিটে। আর তাই লাঞ্চ বিরতি দেয়া হয় দুপুর ১টায়। এদিন চা বিরতি ৩টা ৪০ মিনিটে দেয়া হবে। এছাড়া ৫টা ৪০ মিনিটে খেলা বন্ধ হবার কথা রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর

আফগানিস্তান প্রথম ইনিংস: ৩৪২ ও ২৬০

বাংলাদেশ প্রথম ইনিংস: ২০৫ ও ৩০/০

লক্ষ্য ৩৯৮ রান

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh