• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চলে গেলেন জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জুলাই ২০১৯, ১২:০৭
Shamim Kabir
ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির || ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৭৪ বছর।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শামীম কবির নামে পরিচিতি পেলেও তার আসল নাম আনোয়ারুল কবির।

১৯৪৫ সালে নরসিংদীর বনেদি জমিদার পরিবারে তার জন্ম। পূর্ব পাকিস্তানের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৬১ সালে।

স্বাধীনতার ছয় বছর পর ১৯৭৭ সালে ইংল্যান্ডের মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসে। সেই ম্যাচটিই ছিল বিদেশি কোনো দলের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ। আর তাতে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করে শামীম কবির।

খেলোয়াড়ি জীবন শেষে সম্পৃক্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ১৯৮২ ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে পেয়েছেন জাতীয় পুরস্কারও।

সই/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh