• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাঠে ভক্তের সঙ্গে ধোনির লুকোচুরি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মার্চ ২০১৯, ২১:১০

মাঠে মহেন্দ্র সিং ধোনির মত এমন কিছু করতে পারা খেলোয়াড় কয়জনই আছেন? ফুটবল ম্যাচে মাঝে মধ্যে দেখা গেলেও ক্রিকেটে একেবারেই না বললে চলে। ধোনি শুধু একজন সফল অধিনায়ক কিংবা অভিজ্ঞ খেলোয়াড়ই নন, একজন ভালো মানুষও। ভক্তদের সঙ্গে দেখা করতে কার্পণ্য করেন না কখনও। তারই প্রমাণ মিলল আজও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলছে নাগপুরে। আগে ব্যাট করে স্বাগতিক ভারতের সংগ্রহ মোটে ২৫০। জবাবে ব্যাট করছে অ্যারোন ফিঞ্চের দল।

কিন্তু টিম ইন্ডিয়া ফিল্ডিং শুরুর আগে ঘটে গেল মজার ঘটনা। সবাই যখন মাঠে নেমে ফিল্ডিং সেট করার পরামর্শ করছেন, তখনই ৭ নম্বর জার্সি পরিহিত ‘থালা’ নামের এক তরুণ ছুটে আসেন মাঠে। মহেন্দ্র সিং ধোনি প্রেমীরা ভালো মতই জানেন ধোনির ভক্তরা তাকে ‘থালাইভা’ বলে ডেকে থাকেন। তামিল ভাষায় ‘থালাইভা’ অর্থ ‘নেতা’। এমএসডিকে তার ভক্তরা ‘থালা’ বলেই ডেকে থাকেন।

নাগপুরের স্টেডিয়ামে ধোনি আজ বিব্রত হননি বরং ভক্তের সঙ্গে মজা করলেন লুকোচুরি খেলে। প্রায় কয়েক সেকেন্ড চলে এই ধোনি-ভক্তের লুকোচুরি খেলা।

শেষে ওই ভক্ত ধোনিকে জড়িয়ে ধরেন। ধোনিও তার ভক্তের ইচ্ছা পূরণ করে আলিঙ্গন করেন।

এমন দৃশ্যে ভারতীয় ক্রিকেট দলের অন্যরাও বিচলিত হননি বরং উপভোগই করেছেন দাঁড়িয়ে থেকে।

যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা ইস্যুকে সামনে টেনে অনেকে নানা প্রশ্ন তুলছেন আয়োজকদের নিয়ে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
চেন্নাইয়ের হয়ে খেলা এবং ধোনিকে নিয়ে যা বললেন মোস্তাফিজ
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
X
Fresh