• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

ম্যানইউয়ের বিপক্ষে অনিশ্চিত কাভানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১৩

চ্যাম্পিয়নস লিগে ম্যানইউয়ের বিপক্ষে নামার আগে দুঃসংবাদ শুনতে হলো পিএসজি সমর্থকদের। নেইমারের পর এবার ইনজুরির শঙ্কায় দলের উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি।

তবে ইনজুরিতে পড়ার আগে একটি গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

গত মাসের শেষ দিকে পায়ের মেটাটারসালের হাড় ভেঙে আড়াই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যান দলের দামি তারকা নেইমার। এবার কাভানি চোটে পড়ায় কোচ টুখেলের কপালে নিশ্চয়ই চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।

শনিবার ম্যাচের ডি-বক্সে বেলজিয়ামের ডিফেন্ডার তমা মুনিয়ে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় পিএসজি। ৪২তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন কাভানি। এ নিয়ে চলতি লিগে ১৭টি গোল করলেন উরুগুইয়ান এই স্ট্রাইকার। যা চলতি লিগের দ্বিতীয় সর্বোচ্চ। এরপরই ঊরুতে চোট নিয়ে মাঠ ছাড়েন উরুগুইয়ান স্ট্রাইকার।

ম্যাচ শেষে কোচ টুখেল বলেন, আমাদের অপেক্ষা করতে হবে। আমার কাছে কোনও ভালো খবর নেই। সত্যি বলতে আমি জানি না কাভানি খেলতে পারবে কি না। এটা চিন্তার বিষয়। আমাদের যেমন আরেকজন নেইমার নেই, তেমনি আরেকজন কাভানিও নেই।

২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে আছে তারা।

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের
প্রতিপক্ষের জালে সাবিনা-মারিয়াদের ১৯ গোল
৬ গোলের থ্রিলারে জয়বঞ্চিত পিএসজি
নারী ফুটবল লিগের সূচি বদলে দিলেন সালাউদ্দিন
X
Fresh