• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রিয়াদের ক্যাপ্টেন্স নকে জিম্বাবুয়ের সামনে রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ নভেম্বর ২০১৮, ১৪:১১

সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে ঢাকা টেস্ট। ড্র করলেও হারাতে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজটি। এমন সমীকরণকে সামনে রেখে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে কোনও ঝুঁকি নেয়নি টাইগার বাহিনী।

তৃতীয় দিন শেষে ২২৮ রানে এগিয়ে থেকেও চতুর্থ দিনে ফলোঅন দেয়নি মাসাকাদজাদের। মিরপুরে বড় রানের পাহাড়ে চাপা দেয়ার লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকরা। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সেই আশা শঙ্কায় রূপ নেয়। বাংলাদেশকে দ্রুত অলআউট করার স্বপ্নে বাধা হয়ে দাঁড়ান মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ মিথুন।

দুজনের ১১৮ রানের জুটি প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে দলকে এনে দেয় বিশাল লিড। অভিষেক টেস্টে ৬৭ রান করে মিথুন আউট হলেও এক প্রান্ত আগলে রাখেন টাইগার অধিনায়ক। তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক। ওয়ানডের মতো খেলে ১২২ বলে ৪টি চার ও ২ ছক্কায় ১০১ রান করে ক্যাপ্টেন্স নক উপহার দেন এই ডান-হাতি ব্যাটসম্যান।

নিজের শতকের পরপরই ইনিংস ঘোষণা করেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক। ৪৪৩ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীদের সামনে।

চতুর্থ দিনের চা-বিরতির পর রেকর্ড লক্ষ্য তাড়া করতে নামবে জিম্বাবুইয়ানরা।

আরও পড়ুন :

এস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
X
Fresh