• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এটাই কি ঘরোয়া ক্রিকেটের সেরা একাদশ?

সাইফ শুভ

  ০৭ নভেম্বর ২০১৮, ১৯:৩২
৫০০ উইকেট ও ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর আব্দুর রাজ্জাক ও তুষার ইমরান। (ছবি সংগৃহিত)

যদি বলা হয় বাংলাদেশের সেরা ক্রিকেটারকে তবে নির্দ্বিধায় সবাই বলবে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক অথবা মাহমুদুল্লাহর নাম। কিন্তু এখন যদি বলা হয় আপনাদের নির্বাচিত খেলোয়াড়রা দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর প্রথম শ্রেণি ক্রিকেটের সেরা ২০ জনের তালিকায় নেই তবে কি অবাক হবেন? হ্যা পঞ্চপাণ্ডব খ্যাত বাংলাদেশ জাতীয় দলের এই পাঁচ কাণ্ডারি দেশের ঘরোয়া ক্রিকেটে সেরা ২০ খেলোয়াড়ের তালিকায় নেই। পরিসংখ্যান তাই বলে।

সম্প্রতি বাংলাদেশের টেস্টে ধারাবাহিক ব্যর্থতার জের ধরে বার বার প্রশ্ন উঠছে কেনো দলে সুযোগ পান না তুষার ইমরান। প্রথম শ্রেণি ক্রিকেটের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার। নিয়মিত শতক-অর্ধশতক হাঁকিয়ে নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন বারবার। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের গণ্ডি পেড়িয়ে এখন আছেন ১১ হাজারের কোটায়।

অপরদিকে বাংলাদেশের ক্রিকেটের প্রথম পোস্টারবয় খ্যাত মোহাম্মদ আশরাফুল ঘরোয়া ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট সমানভাবে মাতিয়েছেন। বর্তমানে দলের ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে দলের বাইরে রয়েছেন। সম্প্রতি সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও আদৌ লাল-সবুজ জার্সিতে সুযোগ মিলবে কিনা তা নির্বাচকরাই ভালো বলতে পারবেন।

প্রশ্ন উঠে আর একটি কি সুযোগ পেতে পারেন না আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের এক সময়ের দ্বিতীয় সেরা বোলার আব্দুর রাজ্জাক। প্রশ্নগুলো তোলা থাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হর্তাকর্তাদের কাছে।

অনেকেই আবার ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে ডাক পেলেও কাজে লাগাতে পারেননি সেই সুযোগ।

প্রতিবেদকের চোখে ঘরোয়া ক্রিকেটের একটি একাদশ দেখা হয়েছে। যারা ঘরোয়া ক্রিকেটে নিজেদের সেরাটা দিয়ে যাচ্ছেন। সমীকরণ দেখে প্রশ্ন জাগতেই পারে তারা কেন জাতীয় দলে নতুন করে ফিরতে পারছেন না।

এই দলটির অধিনায়ক হিসেবে রাখা হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। ওপেনার হিসেবে থাকছেন শাহরিয়ার নাফিস ও এনামুল হক বিজয়কে। ফাস্ট ডাউনে রয়েছেন তুষার ইমরান। মিডল অর্ডারের দায়িত্বে থাকবেন অলোক কাপালি আর নাঈম ইসলাম। উইকেটরক্ষক হিসেবে রয়েছেন জহিরুল ইসলাম অমি। পেসার হিসেবে থাকছেন শাহদাত হোসেন রাজিব ও রবিউল ইসলাম। দলের স্পিন আক্রমণ সামলাবেন আব্দুর রাজ্জাক আর এনামুল হক জুনিয়র।

এক নজরে একাদশে থাকা খেলোয়াড়দের সমীকরণ

১ - শাহারিয়ার নাফিস

(প্রথম শ্রেণি-৭ হাজার ৪৫০ রান, জাতীয় দল-১ হাজার ২৬৭ রান)

২ - এনামুল হক বিজয়

(প্রথম শ্রেণি-৫ হাজার ২৪৩ রান/ জাতীয় দল-৭৩ রান)

৩ - তুষার ইমরান

(প্রথম শ্রেণি-১১ হাজার ১১ রান/ জাতীয় দল- ৮৯)

৪ - মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক)

প্রথম শ্রেণি-৭ হাজার ৫৫৬রান/ জাতীয় দল-২৭৩৭ রান)

৫ - নাঈম ইসলাম

(প্রথম শ্রেণি-৭ হাজার ৭৯২ রান/ জাতীয় দল-৪১৪ রান)

৬ - অলোক কাপালি

(প্রথম শ্রেণি-৮ হাজার ৭৩০ রান, ২০৮ উইকেট/ জাতীয় দল-৫৮৪, ৬ উইকেট)

৫ - জহিরুল ইসলাম অমি (উইকেট রক্ষক)

(প্রথম শ্রেণি- ৭ হাজার ১৩৭ রান, ১৩২ ক্যাচ, ৮ স্ট্যাম্পিং/জাতীয় দল- ৩৪৭ রান, ৭ ক্যাচ)

৮ - আব্দুর রাজ্জাক

(প্রথম শ্রেণি-৫৪২ উইকেট/ জাতীয় দল-২৮ উইকেট)

৯ - শাহাদাত হোসেন

(প্রথম শ্রেণি- ২৪৪ উইকেট/ জাতীয় দল-৭২ উইকেট)

১০ - রবিউল ইসলাম

(প্রথম শ্রেণি-২২৪ উইকেট/ জাতীয় দল-২৫ উইকেট)

১১ - এনামুল হক জুনিয়র

(উইকেট-৪৪৩/ জাতীয় দল-৪৪ উইকেট)

তথ্য ইএসপিএন ক্রিকইনফো

এস/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
X
Fresh