• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মিরাজের হাত ধরে প্রথম সফলতা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ নভেম্বর ২০১৮, ১০:৪৯
ফাইল ছবি

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৪৩ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৩৯ রানে এগিয়ে থাকা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ইনিংসে বিনা উইকেটে ১ রান তুলে৷ আজ সোমবার দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা আর ব্রায়ান চারি ব্যাট করতে নামেন। দুজনেই দেখে শুনে খেলতে থাকেন। আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপুতে সফলতা আসছিল না। দু্ই ওপেনার মিলে ১৯ রানের জুটি গড়েন। মেহেদী হাসান মিরাজকে বল তুলে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ আর এতেই আসে প্রথম সফলতা।

অফ স্পিনার মিরাজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে চারি বোল্ড হন। ৩৩ বলে ৪ রান করে ডান-হাতি এই ব্যাটসম্যান ফিরে যান। ক্যারিয়ারের ১৫তম টেস্টে মিরাজের উইকেট সংখ্যা দাঁড়াল ৫৯টি।

১৮ ওভার পর্যন্ত এক উইকেট সফরকারীদের সংগ্রহ ৪৭ রান। ৫২ বলে ১৫ রান করে ক্রিজে আছেন মাসাকাদজা। তার সঙ্গে রয়েছেন ২৩ বলে ২৪ রান করা ব্র্যান্ডন টেইলর। জিম্বাবুইয়ানদের লিড রয়েছে ১৮৬ রানের।

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
‘জিম্বাবুয়ে সিরিজ নয়, চেন্নাইয়ের সঙ্গে থাকাটা ফিজের জন্য জরুরি’
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
X
Fresh