• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মেসি-রোনালদোর মিল রয়েছে যেখানে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৮

চলতি দশকের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুই মহাতারকার সঙ্গে একই সাথে খেলতে পেরেছেন এমন ভাগ্যবান যে কয়েকজন আছেন তাদের মধ্যে অন্যতম পাওলো দিবালা। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন রোনালদো। দীর্ঘ নয় বছরের সম্পর্ক ছেদ করে পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। ইতালিয়ান দলটিতে সঙ্গী হিসেবে পেয়েছেন তরুণ তুর্কি দিবালাকে। অন্যদিকে আর্জেন্টিনার এই ফরোয়ার্ড জাতীয় দলে খুব কাছ থেকে দেখেছেন মেসিকে। আর জুভিদের জার্সিতে সিআর সেভেনের সান্নিধ্য পেয়ে গর্ববোধও করছেন। প্রথমবারের মতো দুই কিংবদন্তিকে নিয়ে মুখ খুলেছেন ২৪ বছর বয়সী এই তারকা।

মেসি-রোনালদোর মধ্যে কে সেরা? এমন প্রশ্ন সামনে এলেই আলাদা আলাদা যুক্তি আসে সবার কাছ থেকেই। সম্প্রতি ইতালিয়ান একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দিবালা। সেখানে তিনি দু্ই ফুটবলারের মিল নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে, রোনালদো কঠোর পরিশ্রম করেন। আর প্রতিটি ম্যাচে জয় পেতে তিনি মরিয়া থাকেন।

-------------------------------------------------------
আরও পড়ুন : বাংলাদেশকে বিরাটের অভিনন্দন
-------------------------------------------------------

মেসির প্রসঙ্গ টেনে জুভি তারকা বলেন, দুই জনের মধ্যে আহামরি পার্থক্য আমি পাইনি।

নিজেকে ভাগ্যবান উল্লেখ করে দক্ষিণ আমেরিকার এই ফুটবলার বলেন, বিশ্বে দুইজনই সেরা। আর আমিই একমাত্র ভাগ্যবান যে বর্তমানে দুজনরই সঙ্গে খেলছি।

তুরিনের ক্লাবটিতে রোনালদোর যোগদানের পর সাইড বেঞ্চেও বসে থাকতে দেখা গেছে দিবালাকে। গেলো মৌসুমে দলটির হয়ে সর্বোচ্চ গোলদাতা এবার প্রতিপক্ষের বারে শটও নিতে পারছেন না। ছয় ম্যাচের সবকটিতেই জিতেছে দল। মোট গোল দিয়েছে ১৩টি। এর মধ্যে মাত্র একটি গোল করেছেন দিবালা।

এবিষয়ে তিনি বলেন, গোল দিতে পেরে ভালো লেগেছে। রোনালদোর সঙ্গে খেলতে পেরে আত্মবিশ্বাস পাচ্ছি। যেটা প্রতিপক্ষের জন্য সমস্যার কারণ হতে পারে।

মূল দলে নিয়মিত সুযোগ না পাওয়া আর পছন্দের পজিশনে খেলতে না পারার বিষয়টি নিয়ে দিবালা বলেন, কোচ (মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি) চাচ্ছেন আমি আরও নিচে খেলি। যাতে মিডফিল্ড থেকে আক্রমণ চালাতে সহজ হয়। আসলে এটা নির্ভর করে ম্যাচের ওপর।

শনিবার ইতালিয়ান লিগে ফের নামছে রোনালদো-দিবালারা। রাত ১০টায় প্রতিপক্ষ নাপোলি। ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন টু।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
জোড়া গোল ও অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
X
Fresh