• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিতর্কিত আউট দিয়ে ফেসবুক আইডি হারালেন টাকার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৩

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাসকে বিতর্কিত আউট দিয়ে আলোচনায় আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার রড টাকার। গতকালের ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারের শেষ বলে বোলার কুলদীপ যাদবের বলে ধোনীর হাতে স্ট্যাম্পিং হন লিটন। তখন মাঠের আম্পায়াররা সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে রড টাকার অনেকক্ষণ সময় নিয়ে লিটনকে আউট দেন। টাকারের সিদ্ধান্তে অবাক হতে দেখা যায় ধারাভাষ্যকারদের।

ভারতের সাবেক ক্রিকেটার ও ধারভাষ্যকার সঞ্জয় মাঞ্জেকার তো বলেই ফেলেন, বেনিফিট অব ডাউট ব্যাটসম্যানের পক্ষে যাওয়া উচিত ছিল। যে সিদ্ধান্ত নিতে এতবার রিপ্লে দেখতে হয়েছে সেটি ব্যাটসম্যানের পক্ষে না যাওয়ায় কিছুটা বিস্মিত হয়েছি।