DMCA.com Protection Status
  • ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

মেসিকে কাছে পেয়ে ক্ষুদে ভক্তের আনন্দ অশ্রু (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৭ আগস্ট ২০১৮, ১৬:০৩ | আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৭:১৮
স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদলিতের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা। গত শনিবার রাতে উসমান ডেম্বেলের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে আরনেস্তো ভালভার্দের শিষ্যদের কষ্টার্জিত জয়ের দিন এক শিশু বিশেষ নজর কেড়েছে। ওই শিশুটি লিওনেল মেসির কাছ থেকে অটোগ্রাফ নেয়। এর পর চোখ থেকে আনন্দ অশ্রু ঝড়তে থাকে।

হোসে জরিল্লা স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে থাকা আর্জেন্টাইন মহাতারকার এই ক্ষুদে ভক্তের কাণ্ডের ভিডিওটি বার্সার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।মুহূর্তে ভাইরালও হয়ে যায়।

এতে দেখা যায়, ছোট্ট শিশুটি প্রিয় ফুটবলারকে কাছে পেয়ে কান্না করতে থাকে। বাবার সঙ্গে মেসির খেলা দেখতে এসে গায়ে পরা ও হাতে থাকা দুটি জার্সিতে অটোগ্রাফ আদায় করে নেন। তার চোখ দেখে বোঝা যাচ্ছিল যেন ‘অমবস্যার চাঁদ’টি হাতে পেয়ে গেছে। ঝোপ বুঝে কোপ মেরে প্রিয় ফুটবলারের সঙ্গে ছবিও তুলে নেন। এসময় পাঁচবারের ব্যালন ডি অ’র জয়ী এই ফরোয়ার্ড ছোট্ট শিশুটির মাথায়ও হাত বুলিয়ে দেন।


আরও পড়ুন : 

ওয়াই/পি 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়