• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শাদাবকে দিয়ে হাসান আলীর অন্যরকম উদযাপন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৮, ১৭:২৩

স্বপ্নের মতো একটি সিরিজ শেষ করলো পাকিস্তানের ক্রিকেট দল। যেখানে শুধু রেকর্ডের ছড়াছড়ি হয়েছে। তাই পাকিস্তান টিমে উচ্ছ্বাসের কমতি নেই। এরই মাঝে এমন একটি কাণ্ড ঘটিয়ে বসেন হাসান আলী ও শাদাব খান; যা ক্রিকেটপ্রেমীদের একবারের জন্য হলেও হাসির ব্যবস্থা করেছে।

রোববার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার ম্যাচে পাকিস্তানের পেসার হাসান আলীর অসাধারণ ডেলিভারিতে জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিলটন মাসাকাদাজার দুটি স্টাম্প উড়ে যায়। আর সেখানেই ঘটান এমন ঘটনা। যা ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনাই বটে।

জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে উইকেট পাওয়ার পর উদযাপন করার সময় ঘাড়ে ব্যথা পান হাসান আলী। তাই শেষ ম্যাচে জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজাকে আউট করলেও হাসান আলী তার ঐতিহাসিক ট্রেডমার্ক দিয়ে উইকেট প্রাপ্তিটি উদযাপন করতে পারেননি। তাই পাশে থাকা শাদাব খানকে ডাকেন উদযাপন করার জন্য।

হাসান আলীর প্রথম ইশারায় শাদাব খান বিষয়টি না বুঝলেও দ্বিতীয়বার বুঝতে পেরে দেরি করেননি। অবিকল হাসান আলীর সেই ট্রেডমার্কের ভঙিমায় উইকেট উদযাপন করেন শাদাব খান। আর তাতে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি মুহূর্তে ভাইরাল হতে থাকে।

এমনিতেই হাসান আলীর উদযাপনটি ক্রিকেটপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয়। আর শাদাব খানের ফটোকপি এখন ক্রিকেট বিশ্বে ‘বোমা বিস্ফোরণের’ মতো ছড়িয়ে পড়েছে।

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
X
Fresh