logo
  • ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০১৯, ৫ অগ্রহায়ণ ১৪২৬

বিশ্বকাপ ফুটবল ২০১৮

নতুন হেয়ার কাট নিয়ে বিশ্বকাপে নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৭ জুন ২০১৮, ১১:১৫ | আপডেট : ১৭ জুন ২০১৮, ১৭:২৮
বিশ্বকাপের উন্মাদনা শুধু ফুটবল ফ্যানদের মাঝেই সীমাবদ্ধ নয়, তারকারাও যে মাতেন সে উন্মাদনায় সেটা বলাই বাহুল্য। প্রতি বিশ্বকাপেই বিশ্বসেরা ফুটবল তারকারা নতুন হেয়ার কাট নিয়ে ভক্তদের সামনে নিজেকে মেলে ধরেন। এরই ধারাবাহিকতায় চলতি ২১তম বিশ্বকাপ ফুটবলে নতুন হেয়ার কাট নিয়ে হাজির হয়েছেন ব্রাজিলের পোস্টার বয় খ্যাত নেইমার।

সোমবার নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১২টায় মাঠে নামছে সেলেকাওরা। ম্যাচের ঠিক আগ মুহূর্তে নিজের টুইটার অ্যাকাউন্টে নতুন হেয়ার কাটের ছবি প্রকাশ করেছেন নেইমার।

ছবিতে দেখা যায়, লেয়ার স্টাইলে নতুন হেয়ার কাটের উপরের অংশের চুলে রয়েছে সোনালি আভা। নিচের অংশের কালো চুল তাতে দ্যুতি ছড়াচ্ছে।

এদিকে, নতুন এ হেয়ার কাটটি ভক্তদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ টুইটারে লিখেছেন, নেইমার বিশ্বসেরা, তবে তার চুলের কাটটি আমার পছন্দ হয়নি। কেউ কেউ আবার নতুন এ হেয়ার কাটকে নুডলসের সঙ্গে তুলনা করেছেন।

নতুন হেয়ার কাটে নেইমার চুলে দ্যুতি ছড়ালেও ২৬ বছর বয়সী পিএসজির এ তারকা সোমবারের ম্যাচে দ্যুতি ছড়াতে পারেন কি-না তা এখন দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী।

কেএইচ/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়