• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রশিদ খানের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

  ০৪ জুন ২০১৮, ১৮:২৬

বয়স এখনও উনিশ পার হয়নি কিন্তু শরীরী ভাষায় বলে রশিদ খানের বয়স পেরিয়েছে ৩০। রশিদও খেলছেন ৩০ বছর বয়সীদের মতই।

এই উনিশ বছর বয়সে ক্রিকেট ক্যারিয়ার দুই বছর থেকে একটু বেশি। এর মাঝেই ব্যাটসম্যানদের জন্য আতংকের নাম হয়ে উঠেছেন রশিদ।

গতকাল রোববার দেরাদুনেও বাংলাদেশের ব্যাটসম্যানদের কাঁপন ধরিয়ে দিয়েছিলেন তিনি। ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

এই তিন উইকেট নেয়ার মাধ্যমে রশিদ নিজের নাম লেখালেন রেকর্ড বইতে। সবচেয়ে কম সময়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৫০ উইকেট নেন তিনি। এছাড়াও ম্যাচের হিসেবে দ্বিতীয় দ্রুততম ম্যাচ খেলে নিয়েছেন ৫২ উইকেট।

এই ৫০ উইকেট নিতে রশিদ খান সময় নেন ২২০ দিন। তার পরেই আছে পাকিস্তানের সাইদ আজমল। আজমল সময় নিয়েছিল ২৯৬ দিন। ম্যাচ বিবেচনায় ৩১ ম্যাচে ৫০ উইকেট নিয়ে রশিদের উপরে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস।

এছাড়াও রশিদ খান দ্রুততম ১০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন ওয়ানডে ক্রিকেটে। ১০০ উইকেট নিতে রশিদ খেলেছেন মাত্র ৪৪ ম্যাচ।

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
X
Fresh