• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আফগান সিরিজের প্রস্তুতি শুরু মে মাসে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ এপ্রিল ২০১৮, ১৭:৪১

২০১৭ সালের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে শুরু করে চলতি বছরের মার্চ পর্যন্ত ব্যস্ত সূচিতে কেটেছিল টাইগারদের। ২০১৮ সালের শুরুতে ছিল জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজ।

এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে টাইগাররা রওয়ানা হয়েছিল আবার শ্রীলঙ্কাতেই। সেখানে লঙ্কানদের স্বাধীনতার ৭০ বছর উপলক্ষ্যে ভারত-শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্ত হয়েছিল টাইগাররাও।
--------------------------------------------------------
আরও পড়ুন : ক্রোয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
--------------------------------------------------------

এই সিরিজ খেলে অবশ্য এপ্রিল মাসে আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়নি বাংলাদেশকে। এমনকি মে মাসেও নেই কোনো ম্যাচ। জুনে আছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। দীর্ঘ দু’মাসের ছুটিতে কেউ খেলছেন ঘরোয়া লিগে, কেউ বিদেশি লিগে।

আসছে জুনে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু হবে আগামী মে মাসেই। কেননা আফগান ট্যুরের পরে জুলাইতে আছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর। তাই আগেভাগেই নিজেদের ঝালাইয়ে নামতে হবে টাইগারদের।

এ নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আগামী ১৩ মে থেকে প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে। আগামী ক’দিনের মধ্যে নির্দিষ্ট তারিখ জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh