• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শ্বাসরুদ্ধ ম্যাচে সাকিবের হায়দরাবাদের জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ এপ্রিল ২০১৮, ০০:৩৫

টার্গেট একেবারে আহামরি কিছু ছিল না। কিন্তু এই মামুলি ধরনের স্কোরই হায়দরাবাদের সামনে অনেক বড় কিছু বানিয়ে দিলো মুম্বাইয়ের মুস্তাফিজ ও মারকান্দে। এ দুইজনের বোলিং তোপে পড়ে এক পর্যায়ে পরাজয়ই চোখের সামনে ভাসছিল। শেষ পর্যন্ত এক উইকেট হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছে হায়দরাবাদ।

এর আগে হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুম্বাইকে স্বাগত জানায় সানরাইজার্স হায়দরাবাদ।

--------------------------------------------------------
আরও পড়ুন : স্টার্কের স্বর্ণ জয়!
--------------------------------------------------------

ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান রোহিত শর্মা। ১০ বলে ১১ রান করে আউট হন তিনি। এভিন লুইস কিছুটা মারমুখি হওয়ার চেষ্টা করেও পারলেন না। ১৭ বলে তিনি করেন ২৯ রান। ইশান কিশান আউট হন ৯ বলে ৯ রান করে। সুর্যকুমার যাদব ৩১ বলে করেন ২৮ রান। ক্রুনাল পান্ডিয়া করেন ১০ বলে ১৫ রান। এছাড়া কাইরন পোলার্ড ২৩ বল খেলে করেন ২৮ রান। বেন কাটিং ৯ বলে ৯ রান করে আউট হন।

সানরাইজার্সের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বিলি স্ট্যানলেক। ৪ ওভারে ৪২ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। এরপর ৩৪ রান দেন সাকিব আল হাসান। তিনি নেন ১ উইকেট। সিদ্ধার্থ কাউল ২ উইকেট নিলেও দিলেন ২৯ রান।

১৪৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ঋদ্দিমান সাহা ও শেখর ধাওয়ান মিলে উদ্বোধনী জুটিতে ৭ ওভারেই ৬২ রানে তুলে। এরপরই মুম্বাইয়ের মারকান্দের বলে ঋদ্দিমান এলবিডব্লিউ হয়ে ফিরে গেলে মোড়ক লাগে হায়দরাবাদ শিবিরে। দলীয় ৭৩ রানে হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন মুস্তাফিজের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরত আসেন। এর চার রান পর দলীয় ৭৭ রানে ২৮ বলে ৮টি চারের সাহায্যে ৪৫ রান করা ধাওয়ান মারকান্দের বলে আউট হয়ে ফিরে যান।

এরপর মারকান্দ ও মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। এক পর্যায়ের হারের শঙ্কা জাগে হায়দরাবাদ শিবিরে। শেষ পর্যন্ত হুডার বীরত্বে জয় নিয়েই মাঠ ছাড়ে হায়দরাবাদ। ‍হুডা শেষ পর্যন্ত ২৫ বলে ১ চার ও ১ ছয়ের সাহায্যে ৩২ রান করে অপরাজিত থাকেন। হায়দরাবাদের রশীদ খান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

মুম্বাইয়ের পক্ষে মারকান্দে ৪টি, মুস্তাফিজুর ৩টি ও বুমরাহ ২টি উইকেট লাভ করেন।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক
০ রানে ৭ উইকেট, অভিষেকেই বিশ্বরেকর্ড রোহমালিয়ার
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
X
Fresh