• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

কানাডার হয়ে খেলতে চেয়েছিলেন বুমরাহ!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২৪, ১২:৫৭
বুমরাহ
ছবি- বিসিসিআই

জাসপ্রিত বুমরাহকে ভারতের পেস ইউনিটের প্রাণভোমরা বলা হয়। চোট বা বিশ্রামের কারণে দলে এই পেসার না থাকলে ম্যান ইন ব্লুদের বোলিং আক্রমণকে দুর্বলই মনে হয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে তাকে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবেও বিবেচনা করা হয়।

তবে এই পেসারই জানালেন, এক সময়ে কানাডার হয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার কথা। সেখানে স্থায়ী হওয়ার চেষ্টাও শুরু করেছিলেন তিনি। তবে সফল হয়নি সেই পরিকল্পনা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়ে ভাগ্য খুলে তার।

২০১৩ মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলে খেলার সুযোগ হয় বুমরাহর। ধারাবাহিক পারফরম্যান্সে ২০১৬ সালে জাতীয় দলে সুযোগ পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

সম্প্রতি স্ত্রী সানজানা গনেশানকে নিয়ে জিও সিনেমার একটি ভিডিওতে হাজির হন বুমরাহ। সেখানে স্ত্রী তাকে প্রশ্ন করেন, ‘তুমি তো কানাডায় গিয়ে নতুন জীবন শুরু করতে চেয়েছিলে?’

জবাবে বুমরাহর ভাষ্য, ‘ক্রিকেট খেলে বড় হতে কে না চায়? ভারতের প্রতিটি সড়কেই অন্তত ২৫ জন খেলোয়াড় আছে, যাদের স্বপ্ন ভারতের হয়ে খেলা। (তাই) আপনাকে বিকল্পও কিন্তু ভাবতে হবে। সেখানে (কানাডা) আমাদের আত্মীয় থাকেন। আমি ভাবতাম পড়াশোনা শেষ করে যাব সেখানে। পুরো পরিবার নিয়েই যাওয়ার পরিকল্পনা ছিল শুরুতে, পরে ভিন্ন সংস্কৃতির দেশে মা যেতে চাইলেন না।’

এই পেসার বলেন, ‘আমি খুব ভাগ্যবান যে সবকিছু ঠিকঠাকভাবে এগিয়েছে। নইলে কে জানে, আমি কানাডা দলে খেলার চেষ্টা করতাম কি না, পাশাপাশি অন্য কিছুও হয়তো করতাম। ভালো লাগছে যে আমি ভারত দল ও মুম্বাই ইন্ডিয়ানসে খেলছি।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরের মাঠে দিল্লিকে অল্পতেই আটকে দিলো কলকাতা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
স্যামসন ও জুরেলের ব্যাটে ভর করে রাজস্থানের অষ্টম জয়
‘বোলারদের কেউ বাঁচান প্লিজ’
X
Fresh