• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

আইপিএল না খেলার আসল কারণ জানালেন জাম্পা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ এপ্রিল ২০২৪, ১২:৩৩
জাম্পা
ছবি- সংগৃহীত

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার কথা ছিল অ্যাডাম জাম্পার। তবে নিজের ইচ্ছাতেই নাম প্রত্যাহার করে নেন অজি এই লেগি। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে না খেলার কারণ জানিয়েছেন তিনি।

সম্প্রতি উইলো টক পডকাস্টে জাম্পার ভাষ্য, ‘বেশ কিছু কারণেই এবারের আইপিএল আমার জন্য ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি বিশ্বকাপের বছর এবং ২০২৩ সালের ধকলে আমি পুরোপুরি ক্লান্ত। গত বছর পুরো আইপিএলে ছিলাম। বিশ্বকাপের সময়েও ভারতে থাকতে হয়েছে তিন মাস।’

জাম্পা আরও জানান, ‘এবারও আইপিএলে খেলার চেষ্টা করার সর্বোচ্চ ইচ্ছা আমার ছিল। কিন্তু প্রয়োজনের সময়টা যখন এলো, বুঝতে পারলাম যে রাজস্থান রয়্যালসের হয়ে নিজেকে সেরা ছন্দে উপস্থাপন করতে পারব না। এ ছাড়া সামনে (টি-টোয়েন্টি) বিশ্বকাপও আছে, নিশ্চিতভাবেই যা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’

এই লেগির মন্তব্য, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে সবকিছুর ওপরে প্রাধান্য দিতে হয়েছে আমাকে। এ ছাড়াও আরও বেশ কিছু সমীকরণ বিবেচনায় নিতে হয়েছে। তরুণ একটি পরিবার আছে আমার। একাদশে জায়গার জন্য লড়তে হবে, এই পরিস্থিতিতে ভারতে ৯ সপ্তাহ কাটানো সহজ নয়।’

জাম্পার মতে, ‘জানি না, দুটি ম্যাচ পাব নাকি চারটি কিংবা ৬টি। এজন্য মনে হয়েছে, বিশ্রাম নেওয়া, পরিবারকে সবার ওপরে রাখা, শরীরকে প্রাধান্য দেওয়া, এসবই আমার জন্য ভালো। সিদ্ধান্তটি অবশ্যই সহজ ছিল না। কারণ, মনের কোনো সবসময়ই ভাবনা চলতে থাকে যে আইপিএল থেকে সরে দাঁড়ালে লোকে কী বলবে বা কীভাবে নেবে, পরেরবার আইপিএল খেলতে গেলে কী হবে, লোকে কি আমাকে এবারের সিদ্ধান্ত দিয়েই বিচার করবে? অনেক কিছুই মনে হয়েছে। তবে সিদ্ধান্তটি চূড়ান্ত করার পর অনুভব করেছি, আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবার আগে বিশ্বকাপ দল ঘোষণা নিউজিল্যান্ডের
বিশ্বকাপের আগে নতুন কোচ পেল পাকিস্তান
তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুললেন পাপন
সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির
X
Fresh