• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ মার্চ ২০২৪, ১৬:০৪
সাকিব আল হাসান
ছবি-সংগৃহীত

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও দলে ফিরেছেন সাকিব আল হাসান। সর্বশেষ প্রায় এক বছর আগে টেস্ট খেলেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবকে জায়গা করে দিয়েছেন তাওহিদ হৃদয়। ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় ছিলেন মিডল-অর্ডার এই ব্যাটার। তবে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন তিনি।

এদিকে চোটের কারণে স্কোয়াডে নেই পেসার মুশফিক হাসান। গোড়ালির চোটে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন এই পেসার। তার বদলে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে।

আগামী ৩০ মার্চ থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ গড়াবে।

সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এতে ১-০ তে সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল : নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
X
Fresh