• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

তৃতীয় ওয়ানডের আগে শ্রীলঙ্কা শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ মার্চ ২০২৪, ১৪:১০
দিলশান মাদুশঙ্কা
ছবি-সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে হ্যামস্ট্রিংয়ের চোট মাঠে ছেড়েছিলেন দিলশান মাদুশঙ্কা। সে সময়ই তাকে নিয়ে শঙ্কা ছিল। এবার সিরিজ নির্ধারণী ওয়ানডে থেকেই ছিটকে গেলেন এই পেসার।

রোববার (১৭ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

টাইগারদের বিপক্ষে সিরিজে ফেরার ম্যাচে ব্যক্তিগত সপ্তম ওভারের মাঝপথে মাঠে ছেড়েছিলেন তিনি। এরপর সেই ওভারের বাকি দুটি বল শেষ করেন জানিথ লিয়ানাগে।

জানা গেছে, শুধু ওয়ানডেই না, এই সফরেই অনিশ্চিত লঙ্কান এই পেসার। ইতোমধ্যে দেশেও ফিরেছেন তিনি। তার এমআরআই রিপোর্ট ভালো আসেনি। দেশেই পুনর্বাসন প্রক্রিয়ার কাজ শুরু করবেন তিনি।

এদিকে এই ইনজুরির কারণে আইপিএলের প্রথম ভাগেও অনিশ্চিত লঙ্কান এই পেসার। আসন্ন আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার কথা রয়েছে মাদুশঙ্কার।

বিবৃতিতে এসএলসি জানিয়েছে, দিলশান মাদুশাঙ্কা এবারের সফরে আর খেলছে না। তিনি দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়ার পর রিহ্যাব প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন মাদুশঙ্কা। তিনি হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। এমআরআই করে আমরা এই ব্যাপারে নিশ্চিত হয়েছি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
তাপপ্রবাহ নিয়ে আরও দুঃসংবাদ
X
Fresh