• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

নেতৃত্ব ছাড়ার বিষয়ে সাকিবের মন্তব্যের সত্যতা প্রকাশ তামিমের

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১১ মার্চ ২০২৪, ১৯:২৮
সাকিব-তামিম
ছবি-সংগৃহীত

গত বছর বিশ্বকাপের বিমানে ওঠার আগে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন সাকিব আল হাসান। যেখানে সতীর্থ তামিম ইকবালের বেশ কয়েকটি বিষয়ে মন্তব্য করেছিলেন তিনি। যা নিয়ে অনেক সমালোচনার শিকার হতে হয় এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।

সে সময় তামিম ইকবালের হঠাৎ করে অবসর ও অধিনায়কত্ব ছাড়া নিয়েও কথা বলেছিলেন সাকিব। তিনি বলেন, আমি তো প্রায় এক বছর আগে থেকেই শুনছি, যে অধিনায়কত্ব করবে না। এটা নিয়ে ড্রেসিং রুমেও অনেক কথা হতো।

‘আমার যতটুকু মনে পড়ে, কোনো এক সিরিজে কেউ একজন বলেছিল যে ভাই নেতৃত্ব ছাড়লে আগেই ছেড়ে দেন। সামনে বিশ্বকাপ আছে তাই যে আসবে সে কিছুটা সময় পাবে।’

সাকিবের এমন মন্তব্যের পর অনেকেই তার দিকে আঙ্গুল তুলেছিল, যে অধিনায়কত্ব দেওয়ার জন্য পিছন থেকে ষড়যন্ত্র করেছেন তিনি। তবে আট মাস পর সাকিবের সেই মন্তব্যে সত্যতা প্রমাণ করেছেন তামিম নিজেই।

সোমবার (১১ মার্চ) দেশের বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশ করা হয় তামিম ইকবালের একটি সাক্ষাৎকার। সেখানে তার অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন এই টাইগার ড্যাশিং ওপেনার।

তামিম বলেন, এটা হঠাৎ করে নয় আমি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি, তারপর জালাল ভাইয়ের বাসাতেও আমি বলেছি। আর মানুষ একটা জিনিস ভুল জানে। আমরা অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। এমন ঘটনাও ঘটেছে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, তুমি এমন করলে আমরা অন্য অধিনায়ক দেখবো।

সুতরাং তামিমের অধিনায়কত্ব ছাড়া বিষয়টি হঠাৎ করে নয় তা প্রমাণ হয়। নেতৃত্ব নিয়ে বিসিবি এবং কোচের সঙ্গে আগে থেকেই একটা সমস্যা তৈরি হয়েছিল তামিমের সঙ্গে। যার ফলেই অধিনায়কত্ব ছাড়েন তামিম।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানা গেল গুচ্ছের ‌‘এ’ ইউনিটের ফল প্রকাশের তারিখ
জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
ভারতীয় অধিনায়কের মন্তব্যে খুশি জ্যোতি
শিরোনামহীনের নতুন গান প্রকাশ
X
Fresh