• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এমবাপ্পের নৈপুণ্যে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে পিএসজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২৪, ০৯:৫০
পিএসজি
ছবি-সংগৃহীত

নিজেদের সর্বশেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে গোলশূন্য সমতায় মাঠ ছেড়েছিল পিএসজি। ওই ম্যাচে প্রথমার্ধের পরই এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে দেন কোচ লুইস এনরিকে। তবে স্যুট-বুট পরে ডাগ-আউটে না বসে লাউঞ্জে গিয়ে বসেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এরপর বিষয়টি নিয়ে বেশ জলঘোলাও হয়েছে। তাই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে শুরুর একাদশে ফরাসি তারকা থাকবেন কি না, তা নিয়ে শঙ্কা জেগেছিল।

এবার শুধু একাদশেই থাকলেন না, জয়ের পথটাও আপন মহিমায় রাঙালেন এই ফরোয়ার্ড। এমবাপ্পের জোড়া গোলে জয় নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে প্যারিস সেন্ট জার্মেই।

মঙ্গলবার (৫ মার্চ) স্পেনের রিয়াল এরিনায় রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে স্বাগতিক রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে ফরাসী চ্যাম্পিয়নরা।

এর আগে, প্রথম লেগেও দুই গোল দিয়েছিল ফরাসি জায়ান্টসরা। এর মধ্যে এক গোল করেছিলেন এমবাপ্পে। দুই লেগ মিলিয়ে সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আট নিশ্চিত করলো পিএসজি।

ম্যাচজুড়ে আধিপত্য নিয়ে লড়তে থাকে পিএসজি। ম্যাচের ১৫তম মিনিটে পাওয়া কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে লুইস এনরিকের বাহিনী। উসমান ডেম্বেলের বাড়ানো বলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে।

বিরতি থেকে ফিরে নিজের দ্বিতীয় গোল আদায় করেন এমবাপ্পে। ম্যাচের ৮৯তম মিনিটে মাইকেল মেরিনো পিএসজির জাল খুঁজে নিলে হার ব্যবধান কমায় স্বাগতিক রিয়াল সোসিয়েদাদ।

এ নিয়ে চ্যাম্পিয়নস লিগে সবশেষ আটবারের মধ্যে তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠল পিএসজি। আগের দু’বারের মধ্যে ২০১৯-২০ আসরে ফাইনাল ও ২০২০-২১ আসরে সেমিফাইনালে খেলেছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
প্রত্যাবর্তনের গল্প লিখে পিএসজিকে হারাল বার্সা
X
Fresh