• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২৪, ১৫:৪০
পিএসজি
ছবি- এএফপি

চলতি মৌসুমে ইউরোপের ক্লাবগুলোর মধ্যে কেবল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ট্রেবল জয়ের সুযোগ আছে। আর সেই সুযোগটাই লুফে নিতে চান ক্লাবটির প্রধান কোচ লুইস এনরিকে।

ফ্রেঞ্চ লিগ-ওয়ানে শিরোপা জয়ের একদম দ্বারপ্রান্তে পিএসজি। পরের ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হবে ফরাসি চ্যাম্পিয়নদের।

এদিকে ফরাসি কাপের ফাইনালও নিশ্চিত করেছে মারকুইনহোসের দল। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ লিও।

অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পা রেখেছে পিএসজি। শিরোপা নির্ধারণী ফাইনালে উঠতে এনরিকের দলকে বরুসিয়া ডর্টমুন্ডকে হারাতে হবে।

এ প্রসঙ্গে এনরিকের ভাষ্য, ‘মৌসুম শেষ হতে আমাদের সামনে আরও সাত থেকে আটটি ম্যাচ বাকি আছে। শিরোপাগুলো জিততে চাইলে আমাদের মনোযোগ ধরে রাখতে হবে। আমরা সেটা করতে চাই।’

এনরিকে যোগ করেন, ‘আমরা নিজেদের কাজটা সেরে রাখলাম। ম্যাচটি নিয়ে ছেলেরা ভীষণ সিরিয়াস ছিল। দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেও জিততে পেরেছি। যতক্ষণ পর্যন্ত না শিরোপা জিততে পারছি, ততক্ষণ সন্তুষ্ট থাকার সুযোগ নেই। মাঠের পারফরম্যান্স নিয়ে আমি রোমাঞ্চিত। আমরা শিরোপার খুব কাছাকাছি আছি। ভুলে গেলে চলবে না, মৌসুম শেষ হতে এখনও বাকি আছে। এ সময় আমাদের অন্য কাজগুলোর দিকেও মনোযোগ রাখতে হবে।’

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের
৬ গোলের থ্রিলারে জয়বঞ্চিত পিএসজি
মার্তিনেজের আচরণে ক্ষুব্ধ ফরাসি ক্লাব প্রেসিডেন্ট
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
X
Fresh