• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অধিনায়কত্বের মুকুট পরেই মাঠে ফিরছেন পান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২২
পান্ত
ছবি : সংগৃহীত

দীর্ঘ দেড় বছর পর আইপিএলে ফিরছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্ত। আইপিএলে ফেরার কথা আগেই জানা গেলেও সংশয় ছিল অধিনায়কত্ব পাওয়া নিয়ে। তবে সব গুঞ্জনকে পিছনে ফেলে আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিবেন পান্ত।

২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন পন্ত। তবে আইপিএলের আগে নিজের প্রস্তুতি নিয়ে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করতে দেখা গেছে উইকেটরক্ষক এই ব্যাটারকে।

গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সাজামিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করেছেন পন্ত। সেখানে দেখা যাচ্ছে, তিনি ব্যাটিং, উইকেটরক্ষক দুটিরই অনুশীলন করছেন।

সর্বশেষ ২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। সেই মৌসুমেও দিল্লিরই অধিনায়ক ছিলেন তিনি। এবারও সেই ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হয়েই তার ফেরা হচ্ছে বলে নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির সহসত্বাধিকারী পার্থ জিন্দাল।

তিনি বলেন, আমি আশা করছি, পান্ত আইপিএলে খেলবে এবং প্রথম ম্যাচ থেকেই দলকে নেতৃত্ব দেবে। প্রথম সাত ম্যাচে আমরা তাকে কেবল ব্যাটার হিসেবে খেলাব, দেখব তার বডি কেমন রিয়েক্ট করছে। আইপিএলের বাকি ম্যাচগুলো নিয়ে আমরা সব দেখেবুঝে সিদ্ধান্ত নেব।

আইপিএলের এবারের আসরটি মাঠে গড়াবে আগামী ২২ মার্চ। দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিপক্ষে।

তবে আইপিএলে ফেরার আগে কয়েকটি ম্যাচ খেলবেন রিশভ পন্ত। এরপর বিসিসিআই ছাড়পত্র দিলেই তিনি দিল্লির সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন। সেখানে তিনি ঘরের মাঠে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।


মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলের এক ম্যাচে যত রেকর্ড
ইডেনে রান উৎসব, রেকর্ডে ঠাসা ম্যাচে পাঞ্জাবের বিশ্বরেকর্ড
পাঞ্জাবকে রান বন্যায় ভাসালো কলকাতা
মোস্তাফিজের নতুন নাম দিলো চেন্নাই
X
Fresh