• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

কোপার আগেই আর্জেন্টিনার আরও দুই ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৬
মেসি
ছবি- সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ে রাজত্ব বজায় রেখেই নতুন বছর শুরু করেছে আর্জেন্টিনা। গেল বছরে কেবল একটি ম্যাচে হারের স্বাদ নিয়েছে লিওনেল মেসি অ্যান্ড কোং। তাতে বিশ্ব ফুটবলের শীর্ষস্থানে কোনো আঁচ পড়েনি। বরং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

চলতি বছরে এখনও মাঠেই নামে আর্জেন্টিনার মূল দল। তবে সুসংবাদের বন্যা বইয়ে দিয়েছে বয়সভিত্তিক দল। ব্রাজিলকে হতাশায় ডুবিয়ে প্যারিস অলিম্পিকের মূলপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে লে আলবিসেলেস্তেরা। ফলে সেখানে লিওনেল মেসি, অ্যানহেল ডি মারিয়াদের মতো তারকাদের দেখতে পাওয়ার সম্ভাবনা জেগেছে। তবে শিরোপা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ হবে দলটির।

জুনে অনুষ্ঠেয় সেই ম্যাচের আগে দুটি প্রীতি ম্যাচের সূচি নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মার্চে ফিফা উইন্ডোতে দুই আফ্রিকান নাইজেরিয়া এবং আইভরিকোস্টের বিপক্ষে খেলবে তারা।

এদিকে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আফ্রিকান এই দুই প্রতিপক্ষের বাইরে আরও দুটি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। কোপা আমেরিকার বিষয়টি রেখে সেখানে লাতিন ও আমেরিকা অঞ্চলের দুই দেশ তাদের প্রতিপক্ষ হবে। এক্ষেত্রে হন্ডুরাস ও ইকুয়েডরের শোনা যাচ্ছে।

জানা গেছে, আগামী ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে দুই আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হওয়ার কথা আছে। তবে ভেন্যু জটিলতায় বিকল্প প্রতিপক্ষের কথা ভাবছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়লেন বিশ্বকাপজয়ী মেসি
কোপা আমেরিকার আগে আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ
মেসিদের সিনেমা এখন বাংলাদেশে!
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
X
Fresh