• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শেষ আটের পথে এগিয়ে গেল অপ্রতিরোধ্য সিটি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০
ম্যানসিটি
ছবি- গেটি ইমেজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগে কোপেনহেগেনকে এক রকম উড়িয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে দারুণভাবে এগিয়ে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ডেনমার্কের পার্কেনে স্বাগতিক এফসি কোপেনহেগেনকে ৩-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। দুর্দান্ত জয়ের দিনে গোল করেছেন কেভিন ডি ব্রুইনা, বার্নান্দো সিলভা ও ফিল ফোডেন। তিন তারকার গোলে পরের লেগের আগে ২ গোলে এগিয়ে থাকল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ম্যাচ জুড়ে আধিপত্য নিয়ে লড়ে ম্যান সিটি। ম্যাচের ১০ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের গোলে লিড পায় পেপ গার্দিওলার শিষ্যরা। দীর্ঘদিন পর ফিরেও দুর্দান্ত খেলছেন বেলজিয়ান এই তারকা।

জ্যাক গ্রিলিশের ইনজুরির আগ পর্যন্ত শুরুর চাপ অব্যাহত রেখেছিল ম্যানসিটি। চোটে গ্রিলিশ মাঠ ছাড়ার সময়ে সিটির জালে বল জড়িয়ে চমক দেখায় কোপেনহেগেন।

ম্যাচের ৩৪তম মিনিটে সিটিজেনদের জালে বল জড়িয়ে কোপেনহেগেনকে সমতায় ফেরান ডেনমার্কের অ্যাটাকিং মিডফিল্ডার ম্যাগনাস ম্যাটসন।

এরপর ম্যাচের ৪৫তম মিনিটে বার্নার্ডো সিলভার গোলে আবারও লিড নেয় সিটিজেনরা। শেষ পর্যন্ত ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ম্যান সিটি।

দ্বিতীয়ার্ধেও দাপট ছিল সিটিজেনদের। ম্যাচের অতিরিক্ত সময়ে ফিল ফোডেনের গোলে জয় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুভর সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্সের সহজ জয়
তাপমাত্রা কমাতে হিট অফিসারের নতুন উদ্যোগ
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
ম্যান সিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh