• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

আবাহনীকে হারিয়ে প্রত্যাবর্তনের গল্প লিখল মোহামেডান 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৪৬
আবাহনী-মোহামেডান
ছবি-সংগৃহীত

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে আবাহনী-মোহামেডানের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ফেডারেশন কাপের গত মৌসুমের ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। এবারে এগিয়ে থেকে মোহামেডানকে হারাতে পারল না আবাহনী। ফেডারেশন কাপের রোমাঞ্চকর ম্যাচে মোহামেডান ২-১ গোলে আবাহনীকে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মোহামেডানের বড় তারকা সুলেমানে দিয়াবাতে খেলতে পারেননি। অসুস্থতার কারণে ছিলেন খেলার বাইরে। প্রথমার্ধে তাই আবাহনীর রাজত্ব করতে বড় রকমের সমস্যা হয়নি। জোনাথন-ওয়াশিংটনরা মিলে বারবারই আক্রমণে গেছে।

তবে সফল হয়েছে বিরতির কয়েক মিনিট আগে। ৩৯ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ওয়াশিংটনের বাড়িয়ে দেওয়া বল ধরে দুর্দান্ত প্লেসিংয়ে গোল করেন তিনি। এতে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মোহামেডান। জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা। মুজাফরভের গোলে ১-১ সমতা টানে আলফাজের দল। ৫১ মিনিটে উজবেক প্লে-মেকার মোজাফফরভের থ্রু ধরে আবাহনীর অরক্ষিত রক্ষণের সুবিধা নিয়ে পাপ্পু হোসেনকে পরাস্ত করেন মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে।

তিন মিনিটের মধ্যেই নাটকীয়ভাবে ম্যাচে এগিয়ে যায় মোহামেডান। ডান দিক থেকে হাসান মুরাদের থ্রো আইভরিকোস্টের দোসো সিদি ব্যাক হেড পোস্টের দিকে থাকা বলে আলতো টোকায় গোল করেন সানডে। ম্যাচের বাকি সময়টা স্কোরলাইন ধরে রেখে মাঠ ছাড়ে মতিঝিল পাড়ার দলটি।

এই জয়ে গ্রুপ সেরা হয়েই পরের রাউন্ডে যাচ্ছে মোহামেডান। অন্যদিকে ম্যাচ হারলেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে খেলবে আবাহনী।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারী আম্পায়ারে আপত্তি, আসলে কী ঘটেছিল মোহামেডান বনাম প্রাইম ব্যাংক ম্যাচে?
কলকাতার সিনেমায় তারিন
শান্ত-বিজয়দের বীরত্বে ডিপিএলের শিরোপা আবাহনীর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প এবার স্টার সিনেপ্লেক্সে!
X
Fresh