• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৮
পিসিবি
ছবি- সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ‘মিডিয়া মোঘল’ হিসেবে পরিচিত মহসিন নাকভি। আগামী তিন বছর এই দায়িত্ব পালন করবেন পাঞ্জাব রাজ্যের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নাকভি।

পিসিবির দেওয়া বিবৃতিতে নাকভির মন্তব্য, আমি সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ায় গভীরভাবে সম্মানিত এবং কৃতজ্ঞবোধ করছি।

তিনি যোগ করেন, আমি খেলার মান বাড়াতে এবং পাকিস্তান ক্রিকেট প্রশাসনে পেশাদারিত্ব আনতে সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ।

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে রমিজ রাজা সরে যাওয়ার পর নির্বাচিত প্রথম চেয়ারম্যান ৪৫ বছর বয়সী নাকভি। রমিজের পরবর্তী সময়ে বোর্ডের অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন নাজাম শেঠি ও জাকা আশরাফ।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ এবং নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে হেরেছে দ্য গ্রিন ম্যানরা। তাই নাকভির প্রথম কাজই হবে ঘরোয়া ক্রিকেট কাঠামো এবং জাতীয় দলের পারফরমেন্সের উন্নতি করা। নাকভির জন্য ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৮ জাতির চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করাই বড় চ্যালেঞ্জ হবে।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘জ্বীন টু’
ক্রিকেটে ইতিহাস লিখল গণ-অর্থায়নে খেলতে আসা ভানুয়াতু
‘পাকিস্তানকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে’ 
‘দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি করে না’
X
Fresh