• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

মিঠুনের ফিফটি ও আরিফুলের ক্যামিওতে সিলেটের পুঁজি ১৪২

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৭
মিঠুন
ছবি- সংগৃহীত

ঢাকার বিপক্ষে একাই দাঁড়িয়েছিলেন মোহাম্মদ মিঠুন। তার হাফ-সেঞ্চুরিতে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে অধরা জয়ের খুঁজে থাকা সিলেট সিক্সার্স।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান তুলেছে সিলেট। মিঠুন ফিফটি ও আরিফুলের মারকুটে ব্যাটিংয়ে এই পুঁজি পেয়েছে দলটি।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই শামসুর রহমান শুভকে হারায় সিলেট। ইনিংসের প্রথম ওভারেই তাকে প্যাভিলিয়নে ফেরান শরিফুল ইসলাম। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন শামসুর।

এরপর ব্যাট করতে নেমে বরাবরের মতো ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ঢাকার বিপক্ষেও জ্বলে উঠতে পারেননি তিনি। শরিফুলের বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। রানের খাতা খোলার আগে ফিরেছেন জাকির হাসানও।

দলীয় ১৩ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে সিলেট। সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন মোহাম্মদ মিঠুন ও সামিত প্যাটেল। এই জুটিতে আসে ৫৭ রান।

উইকেটে থিতু হয়ে ঝোড়ো ইনিংসের আভাস দিয়ে ফেরেন সামিতও। ৩২ বলে ৩২ রানে ফেরেন এই ব্যাটার।

তবে একপ্রান্ত আগলে রেখে ব্যক্তিগত ফিফটি তুলে নেন মিঠুন। ঢাকার বিপক্ষে ৩৬ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ডানহাতি এই ব্যাটার। শেষদিকে আরিফুলের ৯ বলে ২১ রানের ঝড়ো ইনিংসে এই পুঁজি পেয়েছে সিলেট।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহানের ফিফটিতে দুর্দান্ত জয় শেখ জামালের
জ্যোতির ফিফটিতে বাংলাদেশের ১২৬ রানের পুঁজি
পরাগের দুর্দান্ত ফিফটিতে জিতল রাজস্থান
জাতীয় দলে ফিরেই সাকিবের ফিফটি
X
Fresh