• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৪০
রাফায়েল নাদাল
ছবি- সংগৃহীত

ইনজুরিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে খেলা হচ্ছে না রাফায়েল নাদালের।

সামাজিক যোগাযোগমাধ্যমে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এক্সে (সাবেক টুইটার) নাদাল লিখেছেন, এই মুহূর্তে আমি সর্বোচ্চ পর্যায়ে ৫ সেটের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত নই। আমার ডাক্তারকে দেখাতে আমি স্পেনে ফিরে যাচ্ছি। ওখানে চিকিৎসা করাবো এবং বিশ্রামে থাকবো।

গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে কোর্টের বাইরে ছিলেন ২২ বারের এই গ্র্যান্ড স্লামজয়ী। ইনজুরিতে কাটিয়ে সদ্যই ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। তবে ফেরাটা মোটেও সুখকর হয়নি।

এদিন তৃতীয় সেটের মাঝপথে বাঁ-পায়ের উরুতে ব্যথা অনুভব করেন নাদাল। এরপর অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে পড়ার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন এই জীবন্ত কিংবদন্তি।

চোট নিয়ে নাদাল লেখেন, ব্রিসবেনে আমার শেষ ম্যাচে আমার পেশীতে সমস্যা দেখা দিয়েছিল। এটা আমাকে চিন্তায় ফেলেছিল। মেলবোর্নে আসার পর এমআরআই করানোর পর আমার পেশীতে মাইক্রো-টিয়ার ধরা পড়ে। তবে আগের চোটাক্রান্ত জায়গায় নয়, অন্যখানে। এটা ভালো খবর।

এর আগে, অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেই তার কাছে শিরোপার প্রত্যাশা না করার ইঙ্গিত করেছিলেন নাদাল। এবারই প্রথম খালি হাতে দেশে ফেরার বিমান ধরছেন তিনি।

উল্লেখ্য, আগামী ১৪ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে। দুইবার মেলবোর্ন পার্কে শিরোপা জিতেছেন নাদাল। এর মধ্যে ২০০৯ সালে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন এবং দীর্ঘ বিরতি দিয়ে ২০২২ সালে আবারও শিরোপা উৎসবে ভাসেন স্প্যানিয়ার্ড এই তারকা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন পলকের শ্যালক
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও সরে দাঁড়ালেন সাকিব
আমিরের চিত্রনাট্যকারের ছবি থেকে সরে দাঁড়ালেন তাসনিয়া ফারিণ
X
Fresh