• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

সাকিব-সাব্বিরে লড়ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

  ১২ অক্টোবর ২০১৭, ১৬:৪৪

টেস্টের মতো ওয়ানডের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের (সিএসএ) বিপক্ষে দ্রুত টপ অর্ডারের ব্যাটসম্যান হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ দল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। সাকিব আল হাসান ও সাব্বির রহমানের ব্যাটে লড়ছে সফরকারীরা।

শেষ খবর পর্যন্ত ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে বাংলাদেশ। সাকিব ৬৮ ও সাব্বির ৩৮ রান নিয়ে ব্যাট করছেন।

বুধবার ব্লুমফন্টেইনের ম্যানগাউং ওভালে বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। এর আগে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

পায়ে এখনো ব্যথা অনুভব করায় এ ম্যাচে বিশ্রামে রয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে সৌম্য সরকারকে নিয়ে ভালোই সূচনা করেন ইমরুল কায়েস। তবে অষ্টম ওভারে দলীয় ৩১ রানে ব্যক্তিগত ৩ রান করে আউট হন সৌম্য। ১৩ বল খেলে রবি ফ্রাইলিংকের বলে মালুসি সিবোতোর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। দলীয় এ রানেই উইকেটকিপার হেনরিচ ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল। ৩১ বলে ২৭ রান করার পথে ৬টি বাউন্ডারি হাঁকান তিনি।

দলীয় ৬১ রানে ৮ রান করে ফেরেন ওয়ানডাউনে নামা লিটন দাস। দলীয় স্কোরবোর্ডে আর ২ রান যোগ হতেই আউট হন মুশফিকুর রহিম। ২৯ বলে ৩ চারে ২২ রান করেন তিনি।

এরপর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন সাকিব আল হাসান। তারা এগুচ্ছিলেনও বেশ। তবে হঠাৎই থেমে যান মাহমুদুল্লাহ। ২৫তম ওভারের পঞ্চম বলে উইলিয়াম মাডলারের বলে এলবিডব্লিউ হন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে ২৭ বল খেলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান করেন মিস্টার কুল।

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হবে ১৫ অক্টোবর কিম্বার্লিতে। দ্বিতীয় ওয়ানডে হবে পার্লে ১৮ অক্টোবর। আর ২২ অক্টোবর ইস্ট লন্ডনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরেই মাগুরায় সাকিব
সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বিসিবির
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
X
Fresh