• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মুক্তি পেতে জরিমানা গুনতে রাজি নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ আগস্ট ২০১৭, ১৭:০৫

কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেতে ব্রাজিলের কর কর্তৃপক্ষকে জরিমানা দিতে রাজি হয়েছেন নেইমার।

শুক্রবার তার আইনজীবী মার্কোস নেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ব্রাজিল কর কর্তৃপক্ষকে ২৫ লাখ ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন নেইমার।

তবে জরিমানার অঙ্ক এখনো নির্ধারণ করেনি দেশটির কর অফিস।

শোনা যাচ্ছে, কর ও সুদসহ ৫ কোটি ৯৪ লাখ ডলার জরিমানা চায় ব্রাজিল কর কর্তৃপক্ষ। এর পরিমাণ কমানো হতে পারে বলেও গুঞ্জন রটেছে।

সব বাধা-বিপত্তি ডিঙিয়ে সদ্যই ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন নেইমার। যা ক্লাব ফুটবলে বিশ্ব রেকর্ড।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চান, কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেয়ে প্যারিসে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে।

আইনজীবী নেদের বলেন, প্রায় তিন বছর ধরে মামলাটি চলছে। এখন সে (নেইমার) চায় এটি শেষ করে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে।

পিএসজিতে যোগ দেয়ার এক সপ্তাহের মধ্যে এ ইচ্ছা পোষণ করলেন নেইমার।

২০১৫ সালে তার বিরুদ্ধে প্রায় ২ কোটি ডলার কর ফাঁকির মামলা করে ব্রাজিল কর কর্তৃপক্ষ। একই অভিযোগে স্পেনেও ২৫ বছরের ফুটবলারের বিরুদ্ধে মামলা ঝুলছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh