• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বেতনের আওতায় আসছেন জাতীয় দলের ফুটবলাররা

আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ১৮:৪৩
bangladesh football federation, kazi salauddin bangalbadhu, rtv online jamie day, coch of bangladesh, JAMAL bhuyan
ছবি- বাফুফে

জাতীয় দলের খেলোয়াড়দের বেতনের আওতায় আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিনটা গ্রেডের মাধ্যমে খেলোয়াড়দের এই অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বৃহস্পতিবার (১০ জুন) মতিঝিলে বাফুফে কার্যালয়ে আশরাফুল ইসলাম রানা, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর আলম সুফিল ও টুটুল হোসেন বাদশাহর সঙ্গে বৈঠক করেছেন সালাউদ্দিন।

ইনজুরির কারণে বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার সফর করতে পারেননি জাতীয় দলের এই পাঁচ ফুটবলার।

বৈঠক শেষে ফুটবল ফেডারেশন প্রধান বলেন, যাদের ডেকেছিলাম জাতীয় দলে তারা আমার প্রধান খেলোয়াড়। কয়েকদিন ধরে আমি চিন্তা করেছি জাতীয় দলে যারা খেলেন তাদের জন্য একটা অর্থ বরাদ্দ করবো। যাতে তাদের আগ্রহ বাড়ে। ক্লাব থেকে যারা যেটা পায় পাক। একটা অ্যামাউন্ট আমরা তাদের দিবো।’

তাহলে মোট কয়জন পাচ্ছেন ফুটবলার এই বেতনের আওয়তায় থাকছেন?

জবাবে কাজী সালাউদ্দিন বলেন, ‘৩০টা খেলোয়াড়ের একটা তালিকা থাকবে। দুই গোলরক্ষকসহ ১৫ জন খেলোয়াড় পাবেন এক রকম অর্থ। তার পরের ১০জন আরেক রকম বেতন। শেষ পাঁচজন পাবেন আরেক রকম বেতনের আওতায় পড়বে।’

খারাপ খেললে এই তালিকায় পরিবর্তন আসবে বলে জানান দেশের ফুটবলের সর্বোচ্চ কর্তা।

‘যারা তালিকার উপরের দিকে থাকবে খারাপ খেললে তাদের জায়গায় নিচে থেকে খেলোয়াড় নিয়ে আসা হবে। তাহলে একটা প্রতিযোগিতা থাকবে। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকছে।’

‘আমার মনে হয় এটা অনেক দরকার। মাঝে মাঝে খেলোয়াড়রা ২০ ভাগ ইনজুরড হলেই খেলা এড়িয়ে যায়। বেতন থাকলে সবাই খেলতে চাইবে।’

বিশ্ব ফুটবলে খেলোয়াড়রা জাতীয় দল থেকে কোনও বেতন নয় সম্মানী নিয়ে থাকেন। বাংলাদেশের ক্ষেত্রে কেনো এমন হচ্ছে?

‘ইউরোপের ফুটবলাররা যে বেতন পায় তা দিয়ে একশ বছর বেচে থাকতে পারবে। একটা খেলোয়াড় সপ্তাহে ২ কোটি টাকা পেলে মাসে ৮ কোটি টাকা পায়। অনেকেই আছে সপ্তাহে চার কোটি টাকাও পায়। তাই তাদের বাড়তি কিছু লাগে না। বাংলাদেশে ৪০ থেকে ৫০ লাখ টাকা বছরে পাচ্ছে। খাওয়া-দাওয়া, পরিবার নিয়ে থাকা সব মিলিয়ে একটু টাইট অবস্থায় পড়তে হয়। জাতীয় দলের তারকা হলে আপনার ভালোভাবে জীবন যাপন করতে হবে। বের হলে ভদ্রভাবে চলতে হবে। আমাদের এখানে সপ্তাহে দুই কোটি টাকা দিলে এমন প্রস্তাবের প্রশ্নই উঠতো না।’

৩০ জনের এই তালিকা বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় ধাপ থেকে নির্ধারণ করা হবে বলে জানান তিনি।

‘জুনের ২৫ তারিখ থেকে লিগ শুরু হবে। সেখান থেকে বিদেশি টেকনিক্যাল টিম আর দুই একজন নির্বাচকের মাধ্যমে তাদের বাছাই করা হবে। নয় মাসের মধ্যে তালিকা তৈরি হবে। এরমধ্যে বাছাই পর্বের খেলা রয়েছে। বছর ভিত্তিক এই বেতন দেয়া হবে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো।’ যোগ করেন কাজী সালাউদ্দিন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেতন ছাড়াই ছুটিতে গেলেন সাবিনারা, যা বলছে ফিফা
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
পাপনকে প্রশংসায় ভাসালেন সালাউদ্দিন
সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণ করলো বাফুফে
X
Fresh