• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলের খেলোয়াড়রাই চায় না কোপা খেলতে!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ জুন ২০২১, ১৬:১৫

করোনাভাইরাসের ঊর্ধ্বগতিতে আর্জেন্টিনা থেকে সরে গেছে কোপা আমেরিকার আসর। এখন কোপার স্বাগতিক দেশ ব্রাজিল। চারটি ভেন্যুতে হবে আসন্ন আসর।

অথচ করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে তিন নম্বরে রয়েছে ল্যাটিন অ্যামেরিকার দেশ ব্রাজিল। দৈনিক ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। এমন অবস্থায় কীভাবে কোপা আমেরিকার আসর বসবে ব্রাজিলে এ নিয়ে কথা উঠছে বিশ্বব্যাপী।

দেশটির রেডিও গাউচোর জানাচ্ছে, কোপা থামাতে সমালোচনা করছেন খোদ ব্রাজিলের সাবেক-বর্তমান খেলোয়াড়রা।

ব্রাজিলিয়ান কোচ তিতে সংবাদ সম্মেলনে বলেন, “খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত থাকতেই পারে। এটা তো অপরাধ না। ব্যাপারটি তারা প্রেসিডেন্টকে জানিয়েছে এবং ব্যাখ্যা করে। খুব শীগ্রই দেশের মানুষের সামনে আসবে বিষয়টি নিয়ে।”

তিতে আরও জানান, এই সময়টায় বিশ্বকাপ বাছাই পর্ব নিয়ে ব্যস্ত তার দল।

“শুরু থেকেই খেলোয়াড়দের স্পষ্ট ছিল কোপার বিপক্ষে। আমাদেরও তাদের পক্ষে কথা বলা দরকার। তবে আপাতত বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের দিকে ফোকাস রাখছি। এরপরই আমরা নিজেদের অবস্থান স্পষ্ট করবে।”

আগামী ১৪ জুন ভেনিজুয়েলার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকার আসর। তার আগেই যেভাবে হোক কোপার আসর থামানোর জন্য আন্দোলনে নামারও একরকম হুমকি দিয়ে রাখলেন তিতে।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেইমারের কোপা আমেরিকায় খেলা নিয়ে যা জানালেন কোচ দরিভাল
ব্রাজিল ফুটবল প্রধানের পদ ফিরে পেলেন রদ্রিগেজ
X
Fresh