• ঢাকা রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ভারতে করোনা মোকাবিলায় এগিয়ে এলো মুস্তাফিজের দল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ এপ্রিল ২০২১, ১৭:৪৫
rajasthan-royals, mustafizur rahman, covid-19, coronavirus, rtv online
ছবি- সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোর মধ্যে সবার আগে ভারত সরকারের সহায়তায় অবদান রাখল রাজস্থান রয়্যালস। করোনা পরিস্থিতি মোকাবিলায় ১ মিলিয়ন ডলার (সাড়ে ৮ কোটি টাকা) দান করার ঘোষণা দিলো মুস্তাফিজুর রহমানের দল।

বৃহস্পতিবার বিকেলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে মাঠে নামার আগে এই ঘোষণা দেয় রাজস্থান।

চলমান আসরে রয়ল্যাসদের জার্সিতে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজ। এই পর্যন্ত প্রতিটি ম্যাচেই মাঠে নেমেছেন।

এদিন রয়্যাল রাজস্থান ফাউন্ডেশন ও ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট একযোগে ভারত সরকারের সঙ্গে করোনা মোকাবিলায় কাজ করবে বলেও জানানো হয়েছে।

শুধু রাজস্থান নয়, ভারতের যেখানে দরকার সেখানেই সহযোগিতার হাত বাড়াতে তৈরি এই দুই সংস্থা।

ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রিন্স চার্লস। করোনা বিরোধী যুদ্ধে ভারতদের সঙ্গে কাজ করছে চার্লসের সংস্থা। অক্সিজেনের ঘাটতি যখন দেশটির নানা প্রান্তে দেখা যাচ্ছে, তখন বাতাস থেকে সরাসরি অক্সিজেন সংগ্রহ করতে অক্সিজেন কনসেনট্রেটর ও ডিভাইসের ব্যবস্থা করতে ‘অক্সিজেন ফর ইন্ডিয়া’ নামে বিশেষ জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে সংস্থাটি।

রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রঞ্জিত বড়ঠাকুরও করোনা পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু পদক্ষেপ করছেন।

ভারতের করেনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। একদিনে নতুন করে মারা গেছেন রেকর্ড তিন হাজার ৬৪৭ জন। আক্রান্ত হয়েছেন প্রায় চার লাখ মানুষ।

গেল কয়েকদিনের ধরে দেশটিতে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্ত হচ্ছে প্রায় চার লাখ মানুষ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইপিএলের ফাইনালসহ টিভিতে আজকের খেলা
একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দলের স্কোয়াড
রাজস্থানকে কাঁদিয়ে ফাইনালে কলকাতার সঙ্গী হায়দরাবাদ
ফাইনালে উঠতে রাজস্থানের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য
X
Fresh