• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাকিব-মুস্তাফিজ না থাকলে দলে প্রভাব পড়ে না: মুমিনুল

আরটিভি নিউজ

  ১১ এপ্রিল ২০২১, ১৪:৫৭
shakib al hasan indian premier league kolkata night riders, rtv online, ipl. kkr, mominul haque,
অনুশীলনে অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে তাসকিন আহমেদ

দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। সফরে পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহামনকে। সেরা দুই তারকা না থাকলেও দলে কোনও প্রভাব পড়ে না বলে মনে করেন মুমিনুল হক।

রোববার দুপুরে অনুশীলনের পর মিরপুর বিসিবির অ্যাকাডেমি মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাদা পোশাকে টাইগারদের অধিনায়ক।

সাকিব ও মুস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন।

পূর্ণ শক্তির দল না পাওয়াতে প্রভাব থাকে না উল্লেখ করে মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় না সাকিব ভাই বা মুস্তাফিজ না থাকলে দলের ফলাফল হবে না। দেখেন খেলোয়াড় তো আরও আছে। তাদের তো ১০-১২টা হাত না। বাকিদেরও ১০-১২টা হাত না। আমার কাছে মনে হয় না এর কোনও প্রভাব পড়ে। আমরা হয়তো দলগত ভাবে খেলতে পারছি না এই কারণে ইতিবাচক ফলাফল হচ্ছে না। আর কোনও কিছু না।’

সোমবার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আগামী ২১ ও ২৯ এপ্রিল দুটি ম্যাচ মাঠে গড়াবে। কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি?

‘মন থেকে যদি বলেন, এখনকার যে পরিস্থিতি। বিগত এক-দেড় বছরের যে পরিস্থিতি। আপনারা ভালোই জানেন আমার চেয়ে। করোনাকালে আপনি হয়তো খুব বেশি প্রস্তুতি নিতে পারবেন না। কিন্ত যেভাবে দরকার ওইভাবে আমার মনে হয় আমরা নিতে পারছি। বিশেষ করে যারা ওয়ানডে খেলে তাদের জন্য একটু কঠিন, কিন্তু যারা শুধু টেস্ট খেলে তারা দুইটা ৪ দিনের ম্যাচ খেলেছে, লাল বলে অনুশীলন করেছে। যারা প্রতিনিয়ত খেলে তাদের জন্য ভালো প্রস্তুতি হয়েছে।’ যোগ করেন মুমিনুল।

সাম্প্রতিক পারফরম্যান্স দলের পক্ষে যাচ্ছে না। অন্যদিকে সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সার্ভিসও পাচ্ছে না দল। তবে যারা ডাক পেয়েছেন, তাদের জন্য নিজেকে প্রমাণ করার বড় সুযোগ এটি বলে করেন টেস্ট দলনেতা।

‘এটা নির্ভর করবে আপনি কেমন ফলাফল করছেন। ফলাফল যদি ভালো হয় তাহলে আমি বলতে পারব। আপনি যেটা বলেছেন যে সাকিব ভাই নেই, আমার হয়তো এমনও সিরিজ হতে পারে যেখানে ২-৩ জন সিনিয়র ক্রিকেটার থাকবে না। এর মধ্যে যারা খেলবে তাদের জন্য আমি বারবারই কথাটা বলে আসছি, তাদের জন্য ভালো একটা সুযোগ। তাই এই সময়ে যারা খেলবে এটা তো তাদের জন্য ভালো সুযোগ। আমাদের মনে হয় এভাবেই প্রস্তুতি নেয়াটা উত্তম।’

জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী মুমিনুল? জবাবে তিনি বলেন, ‘আমরা যে পাঁচ দিন টেস্ট খেলবো, প্রতিটা দিন প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি ভালো খেলতে পারি তাহলে ফলাফল আমাদের দিকে আসবে। যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেয়া কঠিন, কীভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি ড্র'ও হতে পারে আবার ম্যাচ জিততেও পারি।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
জুয়ার বিজ্ঞাপনে দেশের সব তারকাকে ছাড়িয়ে সাকিব
নতুন মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক
X
Fresh