• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২১, ১৩:৩৩
ছবি- টুইটার

গত শনিবার লিলে’র বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। যে কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির এই তারকা খেলোয়াড়। বুধবার এ খবর নিশ্চিত করেছে ফ্রেঞ্চ প্রফেশনাল লিগের (এলএফপি) ডিসিপ্লিনারি কমিশন।

লিলে'র বিপক্ষে ম্যাচের ৮৯ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার থিয়াগো দিয়ালোকে ধাক্কা দেন নেইমার। যে কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। নেইমারের সঙ্গে লাল কার্ড দেখানো হয় দিয়ালোকয়েও। দিওলোর লাল কার্ড দেখার কারণ, ধাক্কা খেয়ে নেইমারকে গালি দেয়া।

Neymar Shown Red Card After Petulant Shove As Paris Saint-Germain Lose

দুই লাল কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ করার নিয়ম থাকলেও এলএফপি তিন ম্যাচের নিষেধাজ্ঞা করে নেইমারকে। পরে অবশ্য এক ম্যাচের নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়া হয়। নেইমারের মতো দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দিয়ালোকেও।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh