• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

ম্যাচ হারার আগে বাড়িতে ডাকাতির সংবাদ শুনলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৫ মার্চ ২০২১, ০৮:৩৮
psg di maria wife daughter, rtv online
ছবি- টুইটার

লিগ ওয়ানের ম্যাচে নান্টেসের মুখোমুখি হয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ২-১ এ হারতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচ চলাকালীন দলটির তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেলো ডি মারিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার ম্যাচের প্রথম একাদশে ছিলেন ডি মারিয়া। মাঠে যখন খেলা চলছে ঠিক তখন আর্জেন্টাইন তারকার প্যারিসের বাসভবনে হামলা চালায় ডাকাতরা। এসময় দুই মেয়েসহ তার স্ত্রী সেখানে অবস্থান করছিলেন।

এই খবর শোনার পর কোচ মাউরিসিও পচেত্তিনো অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে তুলে নেন।

৬২ মিনিটে ডি মারিয়ার বদলে মাঠে প্রবেশ করেন লিয়ান্দ্রো পারদেস। মাঠ ছাড়ার সময় স্বদেশী ডি মারিয়ার সঙ্গে পচেত্তিনোকে ড্রেসিং রুমের দিকে যেতে দেখা যায়।

ঘরের মাঠ পার্ক দো প্রিন্সেস থেকে দ্রুত নিউলি সুর সেইন এলাকায় থাকা বাসভবনে ছুটে যান ডি মারিয়া।

দেশটির গণমাধ্যম আরএমসি জানিয়েছে, একই দিন পিএসজির হয়ে খেলা ডি মারিয়ার সতীর্থ মার্কুইনহোসের বাসায় হামলা দেয় ডাকাতরা।

এদিকে ম্যাচের ৪১ মিনিটের মাথায় জুলিয়ান ড্রাক্সলার গোল করে এগিয়ে দেন প্যারিসের দলটিকে। তবে ৫৯তম মিনিটে রান্দাল কোলোর গোলে সমতায় ফেরে নান্টেস। ৭১ মিনিটে মোসেস সিমন গোল তুলে এগিয়ে দেন সফরকারীদের। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রেঞ্চ লিগের নিচের সারির দলটি।

২৯ ম্যাচ পর পিএসজির সংগ্রহ ৬০ পয়েন্ট। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি তুলে শীর্ষে রয়েছে লিলে। অন্যদিকে ২৭ পয়েন্ট তুলে ১৮তম স্থানে নান্টেস।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ডি মারিয়াকে দলে নিতে চায় মায়ামি 
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে ফাইনালে এক পা ডর্টমুন্ডের
৬ গোলের থ্রিলারে জয়বঞ্চিত পিএসজি
ট্রেবল জয়ে তাকিয়ে এনরিকে
X
Fresh