• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঘরোয়া ক্রিকেটে সুখবর

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মার্চ ২০২১, ১৮:৩২
Dhaka Premier League, rtv online
ফাইল ছবি

আগামী ৬ মে থেকে মাঠে গড়াচ্ছে স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। করোনা তাণ্ডব শুরু হলে কারণে গেল বছর এক রাউন্ড হওয়ার পর বন্ধ করা হয় এই টুর্নামেন্ট। ওয়ানডে নয় এবার টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরোয়া আয়োজনটি শুরু করতে চায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

রোববার মিরপুরে ঢাকা লিগের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সিসিডিএম। এতে সিদ্ধান্ত হয় ৬ মে শুরু হবে প্রথম পর্বের খেলা, চলবে ১০ মে পর্যন্ত। এরপর শ্রীলঙ্কা সিরিজের পর দ্বিতীয় পর্বের খেলা শুরু হবে ৩১ মে থেকে, চলবে ১৭ জুন পর্যন্ত।

বিসিবির পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘গত বছর আমরা ঢাকা প্রিমিয়ার লিগ চালিয়ে যেতে পারিনি। ঢাকা প্রিমিয়ার লিগটাকে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটার উইন্ডো যেটা পাচ্ছি, মে মাসের ৬ তারিখে। সেসময়ে আমরা লিগটা শুরু করতে পারব।’

করোনার কারণে স্থগিত হওয়া লিগ আয়োজন করা হচ্ছে বলে দলবদল হবে না। আগের ক্লাবেই খেলবেন ক্রিকেটাররা।

সিসিডিএম প্রধান আরও বলেন, ‘সব ক্লাবের প্রতিনিধির সঙ্গে আমরা আলাপ করেছি এবং একমত হতে পেরেছি যে, আমাদের এই লিগ টি টোয়েন্টি ফরম্যাটে হবে। গত বছর লিগের একটি ম্যাচ হয়েছিল, সেটা বাতিল করে দিচ্ছি। লিগ নতুন করে আবার শুরু হবে। যেহেতু সব খেলোয়াড় আগের থেকেই দলভুক্ত ছিল, এবার আর দলবদল হবে না। এটা সম্পুর্ণ একটা লিগ হবে। এই লিগটার মধ্যে সুপার লিগ থাকবে, রেলিগেশনও থাকবে।’

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh